#বাঁকুড়া: বাঁকুড়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ! অনুমোদনের পর শিলান্যাসের মাধ্যমে এবার কাজ শুরু হল শহরের প্রস্তাবিত হল্ট স্টেশনের ৷ দক্ষিণ পূর্ব রেলপথের বাঁকুড়া ও আঁচুড়ি স্টেশনের মাঝে কাটজুড়িডাঙ্গা এলাকায় একটি রেল স্টেশনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে এসেছিলেন এলাকার মানুষ। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। দক্ষিণ পূর্ব রেলের অনুমোদনের পর এবার শিলান্যাসের মধ্য দিয়ে শুরু হল হল্ট স্টেশনের পরিকাঠামো তৈরির কাজ। রেলের এই উদ্যোগে এলাকার মানুষ খুশি হলেও নির্বাচনের ঠিক আগে হল্ট স্টেশনের শিলান্যাসের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।
গত পাঁচ বছর ধরে সেই আন্দোলনে নতুন মাত্রা যোগ করে প্রস্তাবিত হল্ট স্টেশন উন্নয়ন কমিটি। দীর্ঘ লড়াইয়ের পর মাস কয়েক আগে রেল মন্ত্রক কাটজুড়িডাঙ্গায় হল্ট স্টেশনের অনুমোদন দেয়। এরপর আজ, বৃহস্পতিবার, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের হাত ধরে শিলান্যাস হয় সেই হল্ট স্টেশনের। দফায় দফায় এই স্টেশন নির্মানের জন্য সাংসদ উন্নয়ন তহবিল থেকে মোট সাড়ে তিন কোটি টাকা দেওয়ার কথা আশ্বাস দিয়েছেন সাংসদ। সব ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই হল্ট স্টেশন নির্মানের কাজ শেষ হবে। স্টেশনের পরিকাঠামো নির্মানের কাজ শেষ হলেই ওই হল্ট স্টেশনে ট্রেন থামবে। স্বাভাবিক ভাবেই খুশি এলাকার মানুষ।
বিধানসভা নির্বাচনের আগে হল্ট স্টেশনের তড়িঘড়ি এই শিলান্যাসে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি এই হল্ট স্টেশন তাদের আন্দোলনের ফসল। এখন সেটাকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। বিজেপির দাবি ক্ষমতা থাকা সত্বেও তৃণমূল কিছু করতে পারেনি। এখন তাই নিয়েই চলছে জোর প্রচার। হল্ট স্টেশন তৈরিতে মানুষের সুবিধা হবে এবং সেই লাভ ভোটের বাজারে ঘরে তুলতে মরিয়া তৃণমূল-বিজেপি দু’পক্ষই৷Mritunjoy Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South bengal news