#হলদিয়া: শুধু তৃণমূল নয়, অমিত শাহের শনিবারের সভার আগে ভাঙন বাম শিবিরেও৷ সূত্রের খবর হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি-তে যোগ দিতে চলেছেন৷ মেদিনীপুরে অমিত শাহের সভা থেকেই গেরুয়া শিবিরে যোগদান করবেন তিনি৷ আর তা বুঝতে পেরেই দলীয় বিধায়ককে বহিষ্কার করেছে সিপিএম৷ তবে একা তাপসী মণ্ডল নয়, তমলুকের আরও এক সিপিআই বিধায়ক অশোক দিন্ডাও বিজেপি-তে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর৷
কয়েকদিন ধরেই তাপসী মণ্ডল বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে খবর৷ সেকথা জানতে পেরে তাঁর বাড়িতে গিয়ে কয়েকদিন আগেই তাপসীদেবীকে বুঝিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী ছাড়াও সিপিএমের জেলা এবং রাজ্যের একাধিক নেতা তাপসীর বাড়িতে গিয়ে তাঁকে বুঝিয়েছিলেন। কিন্তু দলীয় নেতৃত্বের কথায় কাজ হয়নি। শেষ পর্যন্ত আগামিকালই তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে সুত্রের খবর।
তাপসীর অবশ্য অভিযোগ, সিপিএমে থেকে মানুষের হয়ে কাজ করতে পারছিলেন না৷ তাই তিনি দল ছাড়ছেন৷ তাপসীর অভিযোগ, 'যেদিন থেকে বিধায়ক হয়েছি, মানুষের হয়ে কাজ করতে পারছি না৷ এই দলের নেতৃত্বের অঙ্গুলি হেলনে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়৷ মানুষের হয়ে কাজ করতেই আমি দল ছাড়ছি৷' সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি জানিয়েছেন, তাপসী মণ্ডলকে বহিষ্কার করেছে দল।
যদিও শনিবার তিনি মেদিনীপুরে অমিত শাহের সভায় যাচ্ছেন কি না, তা স্পষ্ট করেননি তাপসী মণ্ডল৷ তবে বাম শিবিরকে ধাক্কা দিয়ে তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্ডাও বিজেপি-তে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর৷
Sujit Bhowmikনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।