#গোয়ালতোড়: রাস্তার কাজের জন্য জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল৷ আর তখনই মাটির নীচ থেকে পলিথিনে মো়ডা অবস্থায় উদ্ধার হল কয়েক বস্তা পুরনো বন্দুক ও প্রচুর কার্তুজ৷ যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় (Guns Recovered in Paschim Medinipore)৷
এ দিন পশ্চিম মেদিনীপুর (Paschim Medimipore) জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা অঞ্চলের বড়ডাঙ্গা এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল৷ রাস্তার কাজ চলার সময়ই মাটি কাটতে গিয়ে পুরনো এই বন্দুক এবং কার্তুজ নজরে আসে শ্রমিকদের৷ তাঁরাই ফোন করে গোয়ালতোড় থানার পুলিশকে বিষয়টি জানান৷
আরও পড়ুন: মাদক কারবারের তদন্তে বর্ধমানে ফের এসটিএফের অভিযান, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ৷ পুলিশই উদ্ধার হওয়া বন্দুক ও কার্তুজ উদ্ধার করে নিয়ে যায়৷ কোথা থেকে এত সংখ্যক বন্দুক ও কার্তুজ ওই এলাকায় এলো তার তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ৷ পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, মোট ৩৬টি পরিত্যক্ত বন্দুক এবং প্রায় চারশো থেকে সাড়ে চারশো কার্তুজ উদ্ধার হয়েছে৷
ঘটনাস্থলে কর্মরত এক শ্রমিক জানান, বড়ডাঙা এলাকায় একটি তাল গাছের নীচে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার সময়ই পলিথিনে মোড়া অবস্থায় বেশ বস্তাগুলি পাওয়া যায়৷ তবে বন্দুকগুলিতে জং পড়ে গিয়েছে বলেই জানিয়েছে পুলিশ৷ কার্তুজগুলি তাজা আছে কি না, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে৷ কারা ওই এলাকায় বন্দুক এবং কার্তুজ রেখে দিয়েছিল, তা জানতে শুরু হয়েছে তদন্ত৷
আরও পড়ুন: হঠাৎ জোড়া হেলিকপ্টারের অবতরণ! কারণ ঘিরে চাঞ্চল্য, অবশেষে উন্মোচন রহস্য
পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির দাবি, 'মজার বিষয় হল, সব বন্দুকগুলি তৎকালীন বামফ্রন্ট সরকারের প্রচার ব্যানারে মোড়া অবস্থায় ছিল৷ তৎকালীন বামফ্রন্ট সরকার জঙ্গলমহলকে অস্ত্র কারখানা তৈরি করে ফেলেছিল৷ এটা তারই প্রমাণ৷ বামফ্রন্ট নেতারা একটু দেখে যান মাটির নীচ থেকে উদ্ধার হওয়া অস্ত্র কীভাবে তাঁদের দলের ব্যানারে মোড়া অবস্থায় পাওয়া যাচ্ছে৷'
তৃণমূলের অভিযোগ উড়িয়ে সিপিএম নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ বলেন, 'যে এলাকায় এই বন্দুক উদ্ধার হয়েছে সেই চন্দ্রকোণা রোডের উপরে মাওবাদীদের প্রভাব থাকাকালীনও অস্ত্রের রাজনীতি ছিল না৷ পুলিশ তদন্ত করে বের করুক না এই অস্ত্র কাদের৷ আমাদের সঙ্গে এই অস্ত্রের কোনও সম্পর্ক নেই৷'
Sovan Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Paschim Medinipore