ডায়মন্ডহারবার: 'জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর'। জীব প্রেম করে নিদর্শন তৈরি করেছেন অনেকেই। আর স্বামী বিবেকানন্দের এই উক্তি আরও জ্বলজ্যান্ত উদাহরণ হলেন গোপাল চন্দ্র হালদার। স্থানীয় পথ কুকুরদের জন্য তার নিবেদিত প্রাণ। প্রতি দিন প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা সময় দেন তার প্রিয় সারমেয়দের জন্য। কোনও পারিশ্রমিক ছাড়াই এই কাজ করেন তিনি। মনের আনন্দে নিত্যদিন রোদ ঝড় বৃষ্টিকে মাথায় করে পথ কুকুরদের সেবা করেন তিনি।
পথ কুকুরদের বন্ধবু গোপালচন্দ্র হালদারে বাড়ি ডায়মন্ডহারবারের কালীনগরে। প্রতিদিন দুপুরে ২ থেকে ৩ ঘন্টা, রাতে নিয়ম করে ৬ ঘন্টা খাবার নিয়ে তিনি বাড়ির বাইরে বের হন। পথ কুকুরদের সেবায় নিয়োজিত থাকেন তিনি। ডায়মন্ডহারবারে তাঁর একটি ছোটখাটো দোকান রয়েছে। দোকানের আয়ের অধিকাংশটাই ব্যায় করেন তিনি এই পথ কুকুরদের সেবায়। বাড়িতে তাঁকে রান্না করে দেয় তার বোন। এরপর সেই রান্না নিয়ে নিয়ম করে বের হন সারমেয়েদের খাওয়ানোর জন্য।
তাঁকে চেনেনা এমন কোনো কুকুর ডায়মন্ডহারবারে নেই। কুকুরদের সেবা করার জন্য বিয়েও করেননি তিনি। নিজে নিরামিষাশী কিন্তু কুকুরদের জন্য নিয়ম করে মাংস রান্না করেন তিনি। তার এই পরিষেবায় খুশি পথকুকুররাও। এমনভাবে কাটিয়ে ফেলেছেন নিজের জীবনের ৫০ বছর। বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে চান তিনি। তাঁর মত আর যদি কেউ একাজে এগিয়ে আসে তাহলে খুবই খুশি হবেন তিনি।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diamond Harbour, South 24 Parganas, South 24 Parganas news, Stray dogs