#ভগবানগোলা: অসংখ্য সবজি , গাড়ি , ফল , পাখি , পশুর আওয়াজ সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজধানী , পৃথিবীর নানান দেশের রাজধানীর নাম অনর্গল বলে দিচ্ছে মাত্র আড়াই বছরের শিশু। আর এই অবাক করা প্রতিভার জেরেই ছোট বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললে ফেলল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার অর্ঘ্যদীপ। যদিও আদর করে সবাই তার নাম দিয়েছে গুগল শিশু।
আরও পড়ুন Chandannagar News: জলদস্যুর হাত থেকে মুক্তি পেতে ‘গণেশজননী’-র পুজো, আজও হয় ঐতিহ্য মেনে
মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার ইন্দিরা গান্ধি মোড় এলাকার অর্ঘ্যদীপ পোদ্দার। পশ্চিমবঙ্গের এই একরত্তি ক্ষুদে ২৩ রকমের সবজি , ১০ রকমের গাড়ি , ২৯ রকমের ফল , ৩০ রকমের পাখি , ২১ রকমের পশুর আওয়াজ সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজধানী , বিভিন্ন দেশের রাজধানীর নাম সহ বিভিন্ন ফুল , পাখির আওয়াজ , গাড়ির আওয়াজ সব বলতে পারে অনর্গল। ছেলের এই সাফল্যে রীতিমত খুশি তার বাবা ও মা । অর্ঘ্যদীপ পোদ্দারের বাবা কৃষ্ণলাল পোদ্দার ছেলের এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব দেন ওনার স্ত্রীকে । তিনি বলেন, "সকাল হলেই আমি অফিস চলে যাই, সেই সন্ধ্যায় বাড়ি ফিরি। তারমধ্যে ওর মা ওকে বাড়ির কাজ করার পরে এইসব কিছু শিখিয়েছে।"
Maldah News: স্বর্ণ ব্যবসায়ীর চিকিৎসায় সর্বস্বান্ত স্ত্রী, পাশে এসে দাঁড়াল ‘এই’ সংস্থা
মা মিষ্টু ঘোষ বলেন, "আমার বাড়িতে সেইরকম ওর খেলার জায়গা নেই৷ তাই ও সবসময় আমার পিছনে ঘুরে বেড়াত। আমি যেই কাজই করতাম ও তা শেখার চেষ্টা করত। আমি একদিন লক্ষ্য করলাম আমি ওকে যেটা বলি সেটা ও মনে রেখে দেয়। পরে জিজ্ঞেস করলে আমাকে আবার বলতে পারে । তখন থেকেই ওকে শেখানোর চেষ্টা করি।" ছেলের এই সাফল্যে খুশি তিনিও। তাঁর ইচ্ছা ছেলে বড়ো হয়ে ডাক্তার হবে। এই বিস্ময়কর শিশুর প্রতিভা দেখেই গর্বিত গোটা মুর্শিদাবাদ জেলা বাসী।য
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South bengal news