#বর্ধমান: শীতের রাতে চুরির ঘটনা বেড়েই চলেছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। কখনও একের পর এক মন্দিরে চুরির ঘটনা ঘটছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাতের অন্ধকারে শাটার ভেঙে চুরি হচ্ছে দোকানে।সেসব ঘটনার কিনারা হওয়ার আগেই ফের বড় ধরনের চুরির ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়া একটু সোনার দোকানে। রাতের অন্ধকারে দোকানে ঢুকে চারটি লকার ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।এমনই অভিযোগ দোকান মালিকের। এই ঘটনার পর আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার জেরে অস্বস্তিতে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের হদিশ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করার চেষ্টা হচ্ছে। এছাড়াও ওই রাস্তায় যাতায়াতের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়ায় শনিবার রাতে একটি সোনার দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতারের কামারপাড়া বাজারে দ্বারকা নাথ দাসের সোনার দোকানে এই চুরির ঘটনা ঘটে।প্রতিদিনের মত তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন।