#গোঘাটঃ বিজেপি কর্মীর (BJP Supporter's Mother) মায়ের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death)। ভোটের (West Bengal Assembly Election 2021) ঠিক আগের রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোঘাটের (Goghat) খুশিগঞ্জ এলাকায়। মৃত গৃহবধূর নাম মাধবী আদক (৫০)। যদিও পরিবারের দাবি, রাজনৈতিক হিংসার বলি হয়েছেন মাধবী।
পরিবারের অভিযোগ, প্রথমে বন্দুকের বাঁট দিয়ে আঘাত, বুকে বেপরোয়া লাথি, তারপর সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মাধবী আদককে। তার জেরেই মৃত্যু হয় তাঁর। যদিও ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল। পাশাপাশি, নির্বাচন কমিশনের (Election Commission) কাছে পাঠানো ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টেও (PM Report) আঘাতের উল্লেখ নেই। ঘটনার তদন্ত করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছে, গোঘাটের কাল রাত সাড়ে ন'টা নাগাদ বিজেপি-তৃণমূলের মধ্যে বচসা হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় দু-জনকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত আড়াইটে নাগাদ স্থানীয় মহিলা মাধবী আদকের মৃত্যু হয় বাড়িতেই। বিজেপির অভিযোগ, ওই গন্ডগোলের ঘটনায় মারধরের জেরে মৃত্যু হয়েছে মহিলার। পুলিশ এসে মৃতদেহ উদ্দার করে রাতেই, ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে কোন চোট-আঘাতের উল্লেখ নেই। পরিবারের পক্ষ থেকেও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। গোটা ঘটনায় পুলিশ আরও দু'জনকে আটক করে। এ দিনের ঘটনার পরে বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন (Election Commission) জেলা প্রশাসনের (District Administration) কাছে রিপোর্ট তলব করে। সেই রিপোর্ট কমিশনকে পাঠিয়েছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, ‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আঘাতের উল্লেখ নেই।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।