#নদিয়া: ছাদ থেকে ফেলে ‘খুন’ প্রেমিককে, নদিয়ার হরিণঘাটার ঘটনায় চাঞ্চল্য! টাকা নিয়ে বচসা বাঁধে প্রেমিক-প্রেমিকার মধ্যে, সেই গোলমালের জেরেই প্রেমিকার বাড়ির ছাদ থেকে ‘ধাক্কা’ মেরে 'খুন' করা হয় প্রেমিককে। অভিযোগের তীর প্রেমিকা ও তার পরিবারের দিকে।
প্রেমিকার বাড়ির ছাদ থেকে প্রেমিককে ধাক্কা দিয়ে ফেলে মারার অভিযোগ প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার বড়জাগুলী এলাকায়। হরিণঘাটা থানার জাগুলী দক্ষিণ ভৌমিক পাড়ার ভবতোষ দেবনাথের সঙ্গে প্রিয়া মজুমদারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে দাবি দুই পরিবারের। প্রেমিকের পরিবারের অভিযোগ, ভবতোষ তুরস্কে কাজ করতন। দু'বছর আগে তুরস্কে গিয়েছিলন। গত বছর ডিসেম্বর মাসে বাড়িতে আসেন। মার্চে আবার তুরস্কে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে যেতে পারেনি। বিদেশে থাকাকালীন প্রিয়াকে প্রতি টাকা পাঠাতেন ভবতোষ এবং এর মধ্যে সেই টাকা নিয়েই দুজনের মধ্যে অশান্তি তৈরি হয়। পরিবারের দাবি, রবিবার বিকেলে ফোন করে নিজের বাড়িতে ভবতোষকে ডেকে পাঠান প্রিয়া। আর তারপরেই ভবতোষ প্রিয়ার বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছেন বলে পরিবারকে জানানো হয়। জানা যায়, প্রিয়ার পরিবার ভবতোষকে প্রথমে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান। সেখান থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যদিও প্রেমিকের পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন প্রেমিকার পরিবার। তাঁদের দাবি, ভবতোষ নিজেই ছাদ থেকে পড়ে যান। টাকা দেওয়ার বিষয়টিও তাঁরা অস্বীকার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানা পুলিশ। ইতিমধ্যেই প্রেমিকা ও তাঁর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Haringhata murder