#মুর্শিদাবাদ: স্বাগতা দাস উচ্চমাধ্যমিকে ৪৯৪ পেয়ে রাজ্যে সম্ভাব্য ষষ্ঠ হয়েছে। জঙ্গিপুর জোত কমল হাইস্কুলের ছাত্রী স্বাগতা, বড় হয়েছে চিকিৎসক হতে চাই।
মুর্শিদাবাদ জেলার মধ্যে জঙ্গিপুর মহকুমা পিছিয়ে পড়া এলাকা। জঙ্গিপুরের জোত কমল হাই স্কুল থেকে স্বাগতা দাসের এই ফলাফলে খুশি সকলেই। বাবা স্কুলের শিক্ষকতা করেন। মা অঞ্জনা দাস মেয়ের লেখাপড়া দেখাশোনা করতেন। পড়াশোনাতে বরাবরই ভালো স্বাগতা। যদিও এবারে করোনার জন্য সমস্ত পরীক্ষা দিতে পারেনি ছাত্র-ছাত্রীরা। স্বাগতার মন যদিও খারাপ ৷ বলে, যদি পরীক্ষা দুটো দিতে পারতো তাহলে আরও ভালো রেজাল্ট হতো।
স্বাগতা জানিয়েছে, আরও ভালো রেজাল্ট করার আশা করেছিলাম, কিন্তু করোনা সব ভেস্তে দিল ৷ জয়েন্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছি। ভালো চিকিৎসক হতে চাই। কৃতী ছাত্রীর বাবা তপন দাস বলেন, ওর ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করবে আমি কোন কিছু চাপিয়ে দিতে চাই না।
জোত কমল হাইস্কুলের প্রধান শিক্ষক শিব শঙ্কর পাল বলেন, আমরা খুবই আনন্দিত। রাজ্যের মধ্যে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে স্বাগতা।
Pranab Kumar Banerjee