#কোন্নগর: প্রতিনিয়ত ফোনে কথা বলার সময় চলাচল করায় কী কী বিপদ হতে পারে সে নিয়ে সতেচন করা হলেও লাভ হয়নি কিছুই ৷ আজকের প্রজন্মের কাছে মোবাইল একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ৷ ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত মোবাইল এখন সকলের সর্বক্ষণের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ৷ রাস্তায় চলতে চলতে , বাসে ট্রামা যাত্রা করতে করতে সকলেই এখন মোবাইল দেখতে ব্যস্ত ৷ কখনও সেলফি তুলতে তো কখনো কথা বলতে বলতে ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা ৷ তবুও আজকের প্রজন্মের মধ্যে কোনও বিকার যেন দেখতে পাওয়া যায় না ৷ কানে মোবাইলে নিয়ে রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক কলেজ ছাত্রীর ৷ বুধবার সকাল দশটা নাগাদ হাওড়া-বর্ধমান মেন লাইন শাখার কোন্নগর স্টেশন পার হচ্ছিলেন এক কলেজ ছাত্রী ৷ মোবাইলে এত মগ্ন ছিলেন যে খেয়াল করেননি ট্রেন আসছে ৷ ডাউন তারকেশ্বর লোকাল তখন স্টেশনে ঢুকছিল ৷ সেই সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইন পেরোচ্ছিলেন ছাত্রী ৷ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় GRP ৷ মৃতদেহ উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মেয়েটির পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে মেয়েটির ব্যাগের জিনিস খতিয়ে দেখে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, College Girl Died While Trying To Cross Railway Track, Girl Died In Train Accident In Konnagar, Girl Ran Over By Train