corona virus btn
corona virus btn
Loading

গলায় ওড়না জড়িয়ে নিজের ঘরের সিলিং থেকে আত্মঘাতী কিশোরী

গলায় ওড়না জড়িয়ে নিজের ঘরের সিলিং থেকে আত্মঘাতী কিশোরী
Photo- Representive

নিজের ঘরেই আত্মঘাতী ষোড়শী

  • Share this:

#কাকদ্বীপ: ঢোলাহাট থানার গুরুদাসপুর গ্রামের পূজা পন্ডা বয়স ১৬ নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মেয়েটির বাবার নাম বুদ্ধদেব পণ্ডা৷  বুদ্ধদেব পণ্ডার মেয়ে দুটি ছোট ছেলেকে নিয়ে সংসার । ছাত্রীটি স্থানীয় গুরুদাসপুর মহেন্দ্র বিদ্যামন্দিরের দশম শ্রেণীর ছাত্রী। গতকাল রাত্রে মেয়েকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় ঘরে গিয়ে বাবা দেখে ঘরের সিলিং থেকে ওড়না দিয়ে ঝুলছে। তৎক্ষণাৎ সেখানে গিয়ে কাপড় কেটে কিশোরীর মৃতদেহটি নামানো হয়।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে শুক্রবার সকালে পুলিশ এসে মৃতদেহ স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপে পাঠিয়েছে।

আরও দেখুন

Published by: Debalina Datta
First published: January 10, 2020, 4:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर