#বর্ধমান: চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়ে গেল শিশু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে শিশুকন্যা। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের পাল্লারোড স্টেশনে।চলন্ত ট্রেনের কামরা থেকে রেললাইনে পড়ে গেল শিশুকন্যা। হাওড়া বর্ধমান কর্ড শাখার পাল্লারোড স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। আপ বর্ধমান কর্ড শাখায় শিশুকন্যা, শিশু পুত্র ও শাশুড়িকে নিয়ে লিলুয়া থেকে কর্ড লাইনে বর্ধমান আসছিলেন মহিলা। সঙ্গে পরিবারের আরোও এক সদস্য ছিলেন। বর্ধমান থেকে প্রতাপ এক্সপ্রেস ধরে রাজস্থান যাওয়ার কথা ছিল তাঁদের। পাল্লারোড স্টেশন ছাড়ার পরই ট্রেনের কামরা থেকে পড়ে যায় শিশুকন্যা।
মা ও পরিবারের লোকজন শক্তিগড় স্টেশনে নেমে আরপিএফকে ঘটনাটি জানান। রাত্রি ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে। রেলকর্মী,আরপিএফ ও স্থানীয়দের সহযোগীতায় গুরুতর জখম অবস্থায় শিশুকন্যাকে উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যালে। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdwan, Child in rail track