• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • কটূক্তির প্রতিবাদ করায় নিমতার মালঞ্চে আক্রান্ত তরুণী

কটূক্তির প্রতিবাদ করায় নিমতার মালঞ্চে আক্রান্ত তরুণী

ফের কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত তরুণী। এবারের ঘটনা নিমতার মালঞ্চে। রবিবার রাতে তরুণীকে উদ্দেশ্য করে কটূক্তি করে চার মদ্যপ যুবক।

ফের কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত তরুণী। এবারের ঘটনা নিমতার মালঞ্চে। রবিবার রাতে তরুণীকে উদ্দেশ্য করে কটূক্তি করে চার মদ্যপ যুবক।

ফের কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত তরুণী। এবারের ঘটনা নিমতার মালঞ্চে। রবিবার রাতে তরুণীকে উদ্দেশ্য করে কটূক্তি করে চার মদ্যপ যুবক।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নিমতা: ফের কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত তরুণী। এবারের ঘটনা নিমতার মালঞ্চে। রবিবার রাতে তরুণীকে উদ্দেশ্য করে কটূক্তি করে চার মদ্যপ যুবক। প্রতিবাদ করলে বেধরক মারধর করা হয় তাঁকে। মদ্যপ যুবকদের মারে গুরুতর জখম বছর ছাব্বিশের তরুণী। সোমবার সকালে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিনজন এখনও পলাতক। কটূক্তি-প্রতিবাদ-মারধর। নিমতার ঘটনায় ফের প্রকাশ্যে এল নারী সুরক্ষার বেহাল ছবিটা। কটূক্তির প্রতিবাদ করায় মদ্যপদের হাতে আক্রান্ত হন এক তরুণী। তাঁর চোখ ও মুখে গুরুতর চোট লাগে। রবিবার রাতে বাবার ওষুধ কিনতে পাড়ারই একটি দোকানে যান তরুণী। রাস্তাতেই বেঞ্চে বসে মদ খাচ্ছিল ৪ যুবক ৷ তরুণীকে দেখে মদের আসর থেকেই কটূক্তি করে তারা ৷  প্রতিবাদ করায় প্রথমে তরুণীকে গালিগালাজ করা হয় ৷  এরপর চারজনে মিলে বেধরক মারধর করে তরুণীকে ৷ গুরুতর আহত অবস্থায় রাতেই উত্তর দমদম পুরসভার মাতৃমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। তরুণীর অভিযোগের ভিত্তিতে সোমবার মালঞ্চ এলাকা থেকেই এক অভিযুক্তকে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। বাকি তিনজনের খোঁজে চলছে তল্লাশি।

  First published: