• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • চুরির অভিযোগে কিশোরীর উপর নির্যাতন, চুল কেটে নেওয়ার অভিযোগ

চুরির অভিযোগে কিশোরীর উপর নির্যাতন, চুল কেটে নেওয়ার অভিযোগ

জাইনাবের ভাই রশিদ জানিয়েছেন জাইনাবের প্রাথমিক চিকিৎসার পর পুলিশে অভিযোগ জানানো হয়েছে । জাইনাবের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ।

জাইনাবের ভাই রশিদ জানিয়েছেন জাইনাবের প্রাথমিক চিকিৎসার পর পুলিশে অভিযোগ জানানো হয়েছে । জাইনাবের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ।

মধ্যপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ ৷ ২০০ টাকা চুরির অভিযোগে চুল কেটে নেওয়া হল এক কিশোরীর।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #ক্যানিং: ফের তালিবানি শাসনের ঘটনা সামনে এল ৷ মধ্যপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ ৷ ২০০ টাকা চুরির অভিযোগে চুল কেটে নেওয়া হল এক কিশোরীর। এমনই ঘৃণ্য ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার আমতলা গ্রামে। শুধু চুল কেটে নেওয়াই নয় গাছের গায়ে হাত পা বেঁধে চলে শারীরিক নির্যাতনও। গত সোমবার সকালে ঘটনাটি ঘটলেও এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে বাধা দেওয়া হয় কিশোরীকে ৷ এলাকায় সালিশি সভা বসিয়ে কুড়ি হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার মীমাংসা করা হয়। কিন্তু নির্যাতিতার পরিবার চায় সুবিচার। তাই সকলের চোখ এড়িয়ে এদিন মেয়েকে নিয়ে ক্যানিং থানায় হাজির হয় নির্যাতিতার বাবা রহিম আলি মণ্ডল। গত রবিবার স্থানীয় একজনের বাড়িতে শাড়িতে জরি বসানোর কাজের জন্য মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যায় খয়রুল মোল্লা একটি যুবক । সোমবার সকালে কিশোরীর বাড়িতে এসে খয়রুল দাবী করে তার বাড়ি থেকে ২০০ টাকা চুরি গেছে। এই অভিযোগে নির্যাতিতাকে তার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে এসে তার উপর খয়রুল, ও তার পরিবারের আরও দুই মহিলা মিলে এই অত্যাচার করে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে নির্যাতিতার পরিবার। গ্রামের কিছু মানুষ অবশ্য এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্যাতিতার পরিবারের পাশে দারিয়েছে। এ বিষয়ে এদিন ক্যানিং থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।

  First published: