• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • ওজন ৮০ কেজি! বিশালাকার ডানাওয়ালা পাখি-মাছ ঘিরে হইহই কান্ড দিঘা মোহনায়!

ওজন ৮০ কেজি! বিশালাকার ডানাওয়ালা পাখি-মাছ ঘিরে হইহই কান্ড দিঘা মোহনায়!

মাছ হলেও পাখির মতো ডানা থাকার কারনে স্থানীয় ভাবে এই মাছটির নামকরণ হয়েছে পাখি-মাছ।

মাছ হলেও পাখির মতো ডানা থাকার কারনে স্থানীয় ভাবে এই মাছটির নামকরণ হয়েছে পাখি-মাছ।

মাছ হলেও পাখির মতো ডানা থাকার কারনে স্থানীয় ভাবে এই মাছটির নামকরণ হয়েছে পাখি-মাছ।

  • Share this:

Sujit Bhowmik #দিঘা: পাখি, তবে পাখি নয়। পাখি আসলে সামুদ্রিক মাছ। রবিবার প্রায় ৮০ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ দিঘা মোহনার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। প্রায় ১৫ ফুট লম্বা এই পাখি মাছ আজ দিঘা মোহনার মাছ বাজারে বিক্রি হয়েছে। যার দাম উঠেছে দশ হাজার টাকা। এর আগেও এই পাখি মাছ ধরা পড়েছে দিঘার সমুদ্রে। তবে আজকে যে পাখি মাছটি মৎস্যজীবীদের জালে পড়েছে সেটি বেশ বড় সাইজের। বড় মাপের সামুদ্রিক মাছ বাজারে আসার পর থেকেই জোর শোরগোল পড়ে যায়। সামুদ্রিক পাখি মাছ দেখার জন্য স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, সকলেই উৎসাহী হয়ে ওঠেন। মাছ হলেও পাখির মতো ডানা থাকার কারনে স্থানীয় ভাবে এই মাছটির নামকরণ হয়েছে পাখি-মাছ। সেই সামুদ্রিক "পাখি"-কে ঘিরেই দিঘা মোহনায় চলছে হইহই কান্ড। খুব বড় সাইজের ৮০ কেজির একটি মাছের পাশাপাশি আজ ছোটো মাপের আরও গোটা দশেক পাখি মাছ ধরা পড়েছে দিঘার সমুদ্রে।

Published by:Simli Raha
First published: