#খড়গপুর: নিজের মতো উড়ছে বাসন। দরজায় ধাক্কা দিচ্ছে কেউ। ভেঙে যাচ্ছে আয়না। খড়গপুরের মালঞ্চে নাকি ঘটছে এমনই আজব কাণ্ড। তাই ভয়ে জড়োসড়ো মা ও মেয়ের পরিবার। তাঁদের দাবি, কালাযাদুর প্রভাবেই ঘটছে এই কাণ্ড। বিজ্ঞান মঞ্চ অবশ্য তাঁosর দাবি উড়িয়ে দিয়েছে।
খড়গপুরের মালঞ্চে মায়াপল্লিতে মেয়েকে নিয়ে থাকেন পি সত্যভামা। চার বছর আগে স্বামী মারা যাওয়ার পর অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া বাড়িতে দু’জনের সংসার। সতেরোই অগাস্ট থেকে এই বাড়িতেই শুরু হয়েছে অদ্ভূত সব কাণ্ড। রাত বিরেতে নাকি কেউ এসে দরজায় ধাক্কা দিচ্ছে । বাড়ির চালে নাকি শোনা যাচ্ছে আচমকা ঠকঠক শব্দ। এখানেই অবশ্য শেষ নয়।
ওইদিন বন্ধুর বাবা মারা যাওয়ায় সেখানে গিয়েছিল পি সত্যভামা মেয়ে। আজব ঘটনার সাক্ষী সেও। কালাযাদু বা তন্ত্রসাধনার যুক্তিই খাড়া করছে সে।
ভয়ে মা-মেয়ে প্রতিবেশীর বাড়িতে থাকা শুরু করলেও সেখােনও নাকি তাড়া করছে কোনও অদৃশ্য শক্তি। বিজ্ঞান মঞ্চ অবশ্য কালাযাদু বা তন্ত্রমন্ত্রের যুক্তি মানতে নারাজ।
সত্যভামার পরিবারের দাবি, কারণ যাই হোক, প্রায় কুড়ি দিন ধরে এরকম ঘটনায় নাজেহাল তাঁরা। খড়গপুর টাউন থানার পুলিশকে জানালেও রহস্যভেদ হয়নি। আতঙ্ক কাটাতে চাইছেন মা-মেয়ে।