Home /News /south-bengal /
আবার নতুন করে গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের হোসেনপুর ও কুলিদিয়ায়

আবার নতুন করে গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের হোসেনপুর ও কুলিদিয়ায়

অনাহারে দিন কাটছে শিশু থেকে বয়স্ক মানুষের।

  • Share this:

#‌ফরাক্কা:‌ ফরাক্কার কুলিদিয়ার ও হোসেনপুরে গত পরশু রাত থেকে নতুন করে ভা‌ঙন শুরু হয় এই ভাঙনে মোট ১৫টি বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে সঙ্গে। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও আইসিডিএস সেন্টার,৫০টার ও বেশি বাড়ি ভেঙে চলে যাচ্ছে জলে। অনাহারে দিন কাটছে শিশু থেকে বয়স্ক মানুষের। ফরাক্কা হোসেনপুর ও কুলিদিয়ার গঙ্গা ভাঙন আর এই গঙ্গা ভাঙনের আতঙ্কে,পাট চাষীরাও তাই নিজেদের জমিতে পাট বাঁচাতে পাট কাটা শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গত বছরের তুলনায় এই বছর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে গঙ্গা ভাঙন। যেখান থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে, সেচদফতর থেকে কুলিডিয়ারচরে গঙ্গার ভাঙন রোধ করার জন্য বালির বস্তা ফেলা শুরু করলেও ফরাক্কা ব্যারেজের তরফ থেকে হোসেনপুরচরে এখনও কোনও গঙ্গা ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যেই একটি প্রধান রাস্তা গঙ্গার জলে তলিয়ে গেছে। আজ ফরাক্কার কংগ্রেসের বিধায়ক মইনুল হক গঙ্গা ভাঙন পরিদর্শন এ আসনে ও তিনি বলেন আমি খুব দুঃখিত আমি নিজে এই ব্যাপারে রাজ্য সরকার এর সঙ্গে কথা বলব।

Pranab Kumar Banerjee

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: South Bengal