হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল

Ganga Erosion: ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল

গঙ্গা ভাঙন কবলিত মুর্শিদাবাদের একাধিক এলাকা

গঙ্গা ভাঙন কবলিত মুর্শিদাবাদের একাধিক এলাকা

Ganga Erosion: ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে সামশেরগঞ্জের ডাকবাংলা থেকে শুরু করে নিমতিতা পর্যন্ত বাইক মিছিল করা হয়।

  • Share this:

মুর্শিদাবাদ:   সামশেকানোর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ, চাচণ্ড, ধানঘরা, কামালপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পার্টির নেতৃত্ববৃন্দ। কথা বলেন ভাঙন কবলিত এলাকার সাধারন মানুষের সঙ্গে। এদিন ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে সামশেরগঞ্জের ডাকবাংলা থেকে শুরু করে নিমতিতা পর্যন্ত বাইক মিছিল করা হয়।

লাগাতার কয়েক বছর ধরে ভয়াবহ গঙ্গা ভাঙন চলছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। গত বছর ভাঙনের কবলে পড়ে বাড়িঘর হারাতে হয়েছিল প্রতাপগঞ্জ, শিবপুর, মহেশটোলা, ঘনশ্যামপুর এলাকার কয়েকশো পরিবারকে। ভিটে মাটি হারিয়ে এখনও ত্রান শিবিরে বসবাস করতে হচ্ছে তাদের। এখন সবে মাত্র শীতের শেষ। গঙ্গার জলস্তর নামতেই আবার ভাঙন শুরু হয়েছে সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন -  IMD Weather Alert | বইবে প্রবল ঝোড়ো হাওয়া, আঁধি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যে, রাজ্যে, রইল আপডেট

গত রবিবার সামশেরগঞ্জের কামালপুরে হঠাৎ করে ভাঙন শুরু হতে দেখা যায়। গোটা সাতেক বাড়ি রাতের অন্ধকারে তলিয়ে যায়, সঙ্গে কয়েক বিঘা জমি। তবে এলাকার মানুষের অভিযোগ গত তিনবছর ধরে ক্রমাগত ভাঙন হলেও হুশ নেই প্রশাসনের। সামান্য কিছু বালির বস্তা ফেলে দায় এড়ানোর চেষ্টা করছে প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু গ্রামের পর গ্রাম নদীতে তলিয়ে গেলেও কোনো হেলদোল নেই প্রশাসনের। তাদের দাবি কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ভাঙন রোধের কাজ না করলে গ্রামের পর গ্রাম গঙ্গা গর্ভে তলিয়ে যাবে একদিন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল। সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ, চাচন্ড, ধানঘরা, কামালপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পার্টির নেতৃত্ববৃন্দ। কথা বলেন ভাঙন কবলিত এলাকার সাধারন মানুষের সঙ্গে।

আরও পড়ুন -  Women Reservation Bill: তোলপাড় রাজধানী নয়াদিল্লি, বিআরএস নেত্রীর পাশে তৃণমূল সহ ১৮ দল

এদিন ভাঙন। রোধে স্থায়ী সমাধানের দাবিতে সামশেরগঞ্জের ডাকবাংলা থেকে শুরু করে নিমতিতা পর্যন্ত বাইক মিছিল করা হয়। প্রতিনিধি দলে ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সম্পাদক শুভ্রামনি অরুনাগম, রাজ্য সহ সভাপতি মাহফুজুর রহমান, উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি আবদুল হামিদ, ব্লক সভাপতি জহিরুল হক, সম্পাদক সোফি সুলতান সহ অন্যান্যরা। গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসনতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের সাবি জানান ওয়েলফেয়ার পার্ট অফ ইন্ডিয়ানা নেতৃত্বরা।

Pranab Kumar Banerjee
Published by:Debalina Datta
First published:

Tags: Ganga erosion, Murshidabad