#মুর্শিদাবাদ: ভাঙন অব্যাহত। সামশেরগঞ্জের মহেশটোলা গ্রামে ভাঙনে গঙ্গাগর্ভে তলিয়ে গেল একটি আস্ত দোতলা বাড়ি। শনিবার সকালে দোতলা বাড়ি সহ তিনটি দোকান গঙ্গা গর্ভে তলিয়ে যায়। গত কয়েকদিন ধরে এই এলাকায় ভাঙন চলছে। হঠাৎ করে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভাঙন শুরু হয়েছে মহেশটোলা এলাকায়। এলাকার মানুষের অভিযোগ কিছুদিন আগে বস্তা ফেলার কাজ হলেও ঠিকভাবে কাজ হয়নি। তার ফলে একের পর এক বাড়ি চাষের জমি তলিয়ে যাচ্ছে গঙ্গাগর্ভে। এলাকার মানুষের একটাই দাবি দ্রুততার সঙ্গে গঙ্গা ভাঙন রোধের কাজ না করলে গোটা গ্রাম শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে।
আরও পড়ুন - স্বাস্থ্যসাথী প্রকল্পে উপকৃত ৪০ লক্ষ রোগী, রাজ্য মিটিয়েছে বিপুল ৫ হাজার কোটি টাকা
ঘর বাড়ি হারিয়ে গ্রামের প্রাথমিক স্কুলে আশ্রয় নিয়েছে প্রায় ৮০টি পরিবার। অভিযোগ সরকারের পক্ষ থেকে সাহায্য মিলছে না কিছুই। রোজ ভাঙনে নদীতে বাড়ি পড়ছে আর একে একে লোক এসে আশ্রয় নিচ্ছে স্কুলে। এবার স্কুলেও ঠাসাঠাসি করে থাকার জায়গা টুকুও কমে আসছে। দীর্ঘ তিন বছর ধরে ভাঙন প্রতিরোধে বিক্ষোভ, আন্দোলন করেও কোনো সুরাহা হয়নি। গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি গঠন করেও আন্দোলনে নেমেছে গ্রামবাসীরা। কিন্তু সমস্যা সেই তিমিরেই।
গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর অবৈধভাবে ইটভাটার জন্য গঙ্গার পাড় থেকে মাটি কাটা হয়েছে। আর সেই কারণেই এত ভয়াবহ পরিস্থিতি। গ্রামবাসী জিতেন সরকার বলেন, ভাঙন যে ভয়াবহ রূপ ধারন করেছে তাতে বালির বস্তা ফেলে গঙ্গাকে বাধা যাবে না। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganga erosion, Murshidabad