#ফারাক্কা: কুলিদিয়ার চরের গঙ্গার ভাঙনের পর এবার গঙ্গা ভাঙনের কবলে ফরাক্কা হোসেনপুরচর। গত দু'দিন ধরে শুরু হয়েছে হোসেনপুরচরে গঙ্গা ভাঙ্গন। আর এই গঙ্গা ভাঙ্গানের আতঙ্কে এলাকাবাসীরা। গত দু'দিন প্রায় ৩০টা বাড়ি তলিয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা গ্রামের এক সরকারি স্কুল এবং রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। বসত বাড়ি গঙ্গার জলে তলিয়ে যাওয়ার আগেই এলাকাবাসীদের মধ্যে অনেকেই বাড়ি ভেঙে সরিয়ে নিয়ে যাচ্ছেন। গঙ্গা ভাঙনে আতঙ্কে পাট চাষীরাও। জমির পাট বাঁচাতে পাট কাটা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়ছেন, গত বছরের তুলনায় এ বছর অনেক আগে থেকেই গঙ্গা পাড় ভাঙতে শুরু করেছে। যেখান থেকে গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে, সেচ দফতর থেকে কুলিডিয়ারচরে গঙ্গার ভাঙন রোধ করার জন্য বালির বস্তা ফেলা শুরু হয়েছে, তবে ফরাক্কা ব্যারেজের তরফ থেকে এখনও হোসেনপুরচরে ভাঙনরোধের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতিমধ্যেই একটি প্রধান রাস্তা গঙ্গার জলে তলিয়ে গিয়েছে।
Pranab Kumar Banerjee