Jayanta Biswas
#দুর্গাপুর: রাত পোহালেই গণেশ চতুর্থী । কিন্তু লকডাউনের জেরে বন্ধ সমস্ত বারোয়ারি পুজো। যদিও ছোট ব্যবসায়ীরা ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ম মেনে পুজো করায় হাতে গোনা কয়েকটি প্রতিমার বরাত পেয়েছেন মৃৎশিল্পীরা। তবে লাভের আশায় মৃৎশিল্পীদের গড়া বেশিরভাগ প্রতিমাই বিক্রি হয়নি। একদিকে বাজারে কাঁচা মালের অমিল, তার উপরে কাঁচা মালের অত্যাধিক দামও বেড়েছে। ফলে ক্রেতা না থাকায় আতান্তরে পড়েছেন কাঁকসার রথতলার মৃৎশিল্পীরা।
গণেশ চতুর্থীতে প্রতিমার অবিক্রত থাকায় ক্ষতি হলেও দুর্গাপুজোয় প্রতিমা গড়ে লাভের আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পীরা । কিন্তু প্রতিদিনই যে ভাবে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে তাতে দুর্গাপুজো স্বাভাবিক ভাবে হবে কিনা সন্দেহ এই মৃৎশিল্পীদের মনে। মৃৎশিল্পী সুশান্ত দে, বিশ্বজিৎ সূত্রধর, শ্রীকান্ত দে’রা সুদিন ফেরার আশায় করোনার ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganesh Chaturthi