#বীরভূম: বীরভূমের দুবরাজপুরের বিভিন্ন জায়গাকে করোনা মুক্ত করতে স্যানেটাইজ করছে দমকল বিভাগের কর্মীরা। বীরভূম অরেঞ্জ জোন ঘোষণা হওয়ার পর, শুধু দুবরাজপুরে নয় বিভিন্ন জায়গাতেই চলছে এই স্যানিটাইজেশানের কাজ। সকাল থেকে দুপুর পর্যন্ত বীরভূমের বিভিন্ন জায়গায় চলছে স্যানেটাইজ করার কাজ। মূলত দমকল বাহিনীর প্রধান উদ্দেশ্য যে যে জায়গা গুলি থেকে বীরভূমের করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে সেই সব গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে স্যানিটাইজড করা। সেই মতো বীরভূমের দুবরাজপুরের ব্লক অফিস, সরকারি অফিসগুলি রয়েছে প্রথমে সেই গুলিতে সেনিটেশন করা হয়।
পরে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল, দুবরাজপুরের বনদফতর অফিস, নিরাময় যক্ষা হাসপাতাল, ও সবশেষে পিপিই কিট পড়ে হেতমপুর কোয়ারেন্টাইন সেন্টারে স্যানেটাইজ করা হয়। পরিযায়ী শ্রমিকরা বা বাইরে থেকে চিকিৎসা করিয়ে বীরভূমে যারা এসেছেন বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তাদের মধ্যেই আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। সেই কারণে আক্রান্তদের যে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সরকারিভাবে সেইসব রাস্তা ও দমকল বিভাগ সেন্টেন্স করছে। তবে শুধু স্যানিটাইজড করাই নয় কোথাও আগুন লাগলেও ছুটে যেতে হচ্ছে দমকল বিভাগের কর্মীদের। করোনা লড়াইয়েও তারা যে কোমর বেঁধে নেমে পড়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।