• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • বিনা পয়সার হাটে ফুল দিয়ে অভ্যর্থনা, কৃষক আর হকার্স-দের বাঁচাতে অভিনব হাট বারাসতে 

বিনা পয়সার হাটে ফুল দিয়ে অভ্যর্থনা, কৃষক আর হকার্স-দের বাঁচাতে অভিনব হাট বারাসতে 

গ্রাহককে সম্মান জানাতেই হাটের নাম রাখা হয়েছে  'শ্রদ্ধা হাট'

গ্রাহককে সম্মান জানাতেই হাটের নাম রাখা হয়েছে 'শ্রদ্ধা হাট'

গ্রাহককে সম্মান জানাতেই হাটের নাম রাখা হয়েছে 'শ্রদ্ধা হাট'

  • Share this:

#বারাসত: বৃহস্পতিবার বিনা পয়সার হাট বসল বারাসত হরিতলা মোড়ে।২০০ জনকে এই হাটে ঢুকতে দেওয়া হয়। লকডাউনে শহরের অধিকাংশ বড় দোকান-বাজার বন্ধ, চূড়ান্ত ক্ষতির মুখে কৃষকরা । তাঁদের সমস্যার খানিকটা সমাধানের প্রচেষ্টায় এই প্রয়াস।

আমডাঙ্গার কৃষক রমজান আলি বলেন, ' পৈতৃক সামান্য জমিতে পটল আর ভেন্ডির চাষ করেছেন। সুন্দর ফলনও হয়েছে এবার।' কিন্তু লকডাউনের জেরে তাঁদের কপালে চিন্তার ভাঁজ! লকডাউন শুরু হওয়া থেকেই বারাসতের হরিতলা মোড়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা চাল, ডাল, আলু, সোয়াবিন ও সাবানের প্যাকেট দুঃস্থদের মধ্যে বিলি করে আসছিলেন। শহরের প্রতিষ্ঠিত মানুষদের থেকে সাহায্য নিয়ে চলছিল সমাজসেবা। এবার কৃষক ও হকার্স-দের বাঁচাতে শুরু হল বিনা পয়সার সবজির হাট। এখানে মিলছে আলু,লঙ্কা,পেঁয়াজ ,কুমড়ো, শাক...সবই।  এই হাটে ঢুকতে গেলে প্রথমে হাত জীবাণূমুক্ত করতে হবে, তারপর ফুল দিয়ে অভ্যর্থনা করা হয় গ্রাহককে। আয়োজকদের আবেদন, লজ্জা নিয়ে কেউ যেন হাটে না আসে বরং গ্রাহককে সম্মান জানাতেই হাটের নাম রাখা হয়েছে  'শ্রদ্ধা হাট'।

RAJARSHI ROY

Published by:Rukmini Mazumder
First published: