# বর্ধমান : অ্যাম্বুল্যান্সে ভুয়ো চিকিৎসক ও মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় যাদবপুর থানার পুলিশের হাতে অভিযুক্ত নার্সিংহোমের কর্তৃপক্ষসহ ধৃত ২ ৷
ঘটনার তদন্তে নেমে যাদবপুর থানার পুলিশ টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর সর্ব প্রথম সেই ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করে, পরে পূর্ব বর্ধমানের অন্নপূর্ণা নার্সিংহোমের মালিক অনিমেশ মল্লিক, ম্যানেজার শেখ রউল ইসলাম ও অ্যাম্বুল্য়ান্স চালককে গ্রেফতার করে ৷ বাজেয়াপ্ত করা হয় নার্সিংহোমের সিসিটিভি-র হার্ডডিস্ক ৷
বীরভূম নলহাটির নসিপুর গ্রামের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী অরিজিৎ দাস বেশ কিছুদিন অজানা জ্বরে ভুগ ছিল, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বছর ১৬ ঐ কিশোরকে গতকাল রাতে বর্ধমানের অন্নপূর্ণা নার্সিংহোম থেকে অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হচ্ছিল ৷ পরিবারের দাবি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে নার্সিংহোম কর্তৃপক্ষ সরফরাজউদ্দিন শেখ নামক ব্যাক্তিকে ভুয়ো ডাক্তার হিসাবে পাঠায় ৷
তার বিরুদ্ধে অভিযোগ মাঝ রাস্তায় অরিজিতের স্বাস্থ্যের অবনতি হলেও সরফরাজউদ্দিন কিছুই করেনি ৷ এরপর বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে অভিজিৎ-কে ভর্তি করা হলে, ঘটনাস্থলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরিবার এও দাবি করেছে সরফরাজউদ্দিন শেখ চিকিৎসকদের কাছে বলেছে সে একজন এসি মেকানিক, মৃত অভিজিতের পরিবার নার্সিংহোম কর্তৃপক্ষ, সরফরাজউদ্দিন শেখ, অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।