• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • কলকাতা থেকে হুগলিতে এসে চিকিৎসা, গ্রেফতার ভুয়ো ডাক্তার

কলকাতা থেকে হুগলিতে এসে চিকিৎসা, গ্রেফতার ভুয়ো ডাক্তার

representative image

representative image

 • Share this:

  #দক্ষিণ দিনাজপুর: পুলিশের জালে ভুয়ো ডাক্তার! ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানা এলাকায়। ধৃত ভুয়ো ডাক্তারের  আবু বাসের মল্লিক (৩১) হুগলি জেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশমণ্ডির মানিকোর এলাকায় এক ওষুধ ব্যাবসায়ীর দোকানে কলকাতা থেকে মারুতি গাড়ি চেপে চিকিৎসা করতে আসতেন আবু বাসের। বেশ অনেকদিন ধরেই গ্রামবাসীদের সন্দেহ হতে থাকে। শেষপর্যন্ত তারাই ভুয়ো ডাক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আজ, বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় আবু বাসের মল্লিককে।

  First published: