#অশোকনগর: লক্ষ লক্ষ টাকা প্রতারণা। চেক বই গ্রাহকের কাছে থাকলেও চেক দিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ। করোনাকাল আর ব্যাঙ্ক সংযুক্তির সুযোগে কয়েক লক্ষ টাকা চেক জাল করে তুলে নেওয়ার অভিযোগ অশোকনগরের ইন্ডিয়ান ব্যাঙ্কের বিরুদ্ধে। ঘটনাটি অশোকনগর থানার ঈশ্বরী গাছা ইন্ডিয়ান ব্যাঙ্কে। গ্রামের সাধারণ মানুষ তাদের সঞ্চয়ের টাকা ঈশ্বরী গাছা এলাকার এলাহাবাদ ব্যাঙ্কে রেখেছিলেন। ব্যাঙ্ক সংযুক্তির পর নাম পরিবর্তিত হয়ে ইন্ডিয়ান ব্যাঙ্ক হয়েছে। অভিযোগ এই ব্রাঞ্চের বেশ কিছু গ্রাহকের ৬ থেকে ১০ লাখ টাকা আ্যকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। করোনা অতিমারির কারণে জেলার বহু ব্রাঞ্চ তাদের গ্রাহকে পাশ বই আপডেট করা থেকে বিরত রেখেছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ব্যাঙ্কে এসে পাশবুক আপডেট করতে সামনে আসে এক বড়সড় প্রতারণার বিষয়।
প্রকাশ চন্দ্র মন্ডল, পেশায় ইএসআই ও পিএফ সংক্রান্ত বিষয়ের পরামর্শদাতা এদিন অভিযোগ করেন, তাঁর কাছে চেক বই ও তার পাতা রয়েছে তবুও তাঁর আ্যকাউন্ট থেকে ৬ লাখ ২০ হাজার টাকা হাপিস হয়ে গিয়েছে। মসিদূল বিশ্বাসের দাদা রশিদ বিশ্বাস গত ১০ মে মারা গিয়েছেন। দাদার ব্যাঙ্কের পাস বই আপডেট করে দেখেন, গত ২৬ মে তাঁর দাদার আ্যকাউন্ট থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা হাপিস হয়ে গিয়েছে। অথচ তাদের কাছে দাদার চেক বই ও তার পাতাও রয়েছে। আর সেই চেক বই ও পাতার নম্বর দিয়ে টাকা হাপিস হয়েছে। শুধু তারাই নয় আরো বেশ কয়েক জন গ্রাহক এই করোনা কালে টাকা খুইয়েছেন এই ব্রাঞ্চে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ashoknagar, Bank, Bank Fraud