নদিয়া: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই গানটি বোধ হয় প্রত্যেক ফুটবলপ্রেমী বাঙালি শুনেছেন। ফুটবল কমবেশি আমরা সকলেই খেলতে অথবা দেখতে পছন্দ করি। ইস্টবেঙ্গল হোক কিংবা মোহনবাগান ফুটবলের উন্মাদনা বাংলার ঘরে ঘরে। এখনও প্রত্যেকটি ডার্বির ম্যাচে বাঙালির ফুটবলের জোশ থাকে চোখে পড়ার মতো। কয়েক মাস আগেই সমাপ্ত হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। গোটা বিশ্বের পাশাপাশি ওই সময় বাংলাতেও ছিল ফুটবলের উৎসব।
তবে বর্তমান প্রজন্ম অনেকেই আগ্রহ হারাতে বসেছে ফুটবলের থেকে। আধুনিক স্মার্টফোন ইন্টারনেটের যুগে মোবাইলে গেম খেলতেই ব্যস্ত তরুণ প্রজন্মেরা। সেই কারণে বেশিরভাগ ফুটবলের ময়দান তুলনামূলকভাবে ফাঁকা। তবে এর মধ্যেও অনেকেই আছে যারা ফুটবলকে ভালবাসে এবং ফুটবল খেলতে চায়। তবে তাদের জন্য দরকার সঠিক প্রশিক্ষণ এবং উৎসাহ। আর সেই কারণেই নদিয়ার বেতাই হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে আয়োজন করা হল একটি ফুটবল কোচিং ক্যাম্পের। আর কোচিং ক্যাম্পে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন বিখ্যাত ফুটবলার ব্যারেটো।
এদিন ৮ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের দেওয়া হয় ফুটবল প্রশিক্ষণ। ফুটবলের প্রাথমিক বিষয় থেকে শুরু নান বিষয় ক্ষুদেদের সঙ্গে ভাগ করে নেন ব্যারেটো। বেশ কিছুটা সময় ফুটবলারদের সঙ্গে কাটান ব্যারেটো। শুধু প্রশিক্ষণে অংশগ্রহণ করতেই নয় ফুটবলার ব্যারেটকে দেখতে ভিড় করেছিলেন বহু ফুটবলপ্রেমী মানুষজনেরা। এই প্রশিক্ষনের আয়োজন করার ফলে কিছুটা হলেও উৎসাহিত আগামি দিনে জেলার উঠতি ফুটবলাররা।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Football, Mohun Bagan, Nadia, Nadia news