হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পাচার হয়ে যাচ্ছে টিয়া ময়না, সচেতন করতে ভিডিও সহ প্রচারে বন দফতর

Burdwan: পাচার হয়ে যাচ্ছে টিয়া ময়না, সচেতন করতে ভিডিও সহ প্রচারে বন দফতর

এ ভাবেই পাচার হচ্ছে পাখি।

এ ভাবেই পাচার হচ্ছে পাখি।

বিহার, উত্তর প্রদেশের দিক থেকে প্রচুর পাখি রেল পথে সড়ক পথে পাচার করা হয়।

  • Share this:

বর্ধমান: বন্যপ্রাণী পাচার রুখতে ভিডিও সহ সচেতনতা প্রচারের উদ্যোগ নিল বন দফতর। সেই ভিডিও বার্তা স্কুল কলেজের পড়ুয়া সহ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাসিন্দারা সচেতন হলে পাচার রোখার কাজ অনেকটাই সহজ হবে বলে মনে করছে বন দফতর।

পূর্ব বর্ধমানের ডিভিশনাল ফরেস্ট অফিসার নিশা গোস্বামী বলেন, বিভিন্ন উপায় অবলম্বন করে পাচারকারীরা। অনেক সময় পাখির ঠোঁট বেঁধে তা পাচার করা হয়ে থাকে। আমরা সেই সব নিয়ে একটি ভিডিও বার্তা তৈরি করেছি। তা নিয়ে আমাদের বিভিন্ন বনবিভাগ  সোশ্যাল মিডিয়া ও স্কুলে প্রচার চালাবে। পাখি পাচার রুখতে মানুষকে সচেতন করাই এর উদ্দেশ্য। পাচারকারী দেখলেই মানুষ যাতে বন দফতরকে খবর দেয়। সেই বার্তাও থাকছে।

আরও পড়ুন: বাড়ছে লোকসান, কুলের তেমন চাহিদা না থাকায় হতাশ পূর্বস্থলীর চাষীরা

কয়েক মাস আগে বর্ধমান রেল স্টেশনে ঠোঁট বাঁধা অবস্হায় বেশ কয়েকটি টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল। বন দফতরের আধিকারিকরা বলছেন, ঠোঁট বেঁধেই পাহাড়ী ময়না, টিয়া পাচার করা হয়। ঠোঁট বাঁধা থাকায় পাখি আওয়াজ করতে পারে না। এ ভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখি আনছে পাচারকারীরা। পাখি পাচারের বিবরণ দিয়ে এবার তাই প্রচারে নামছে বনদপ্তর। সোশ্যাল মিডিয়া সহ স্কুলগুলিতেও এনিয়ে প্রচার চালানো হবে। আউশগ্রাম সহ বিভিন্ন বন দফতরে এমন ভিডিও বার্তা দিয়ে পাখী পাচার রোখার চেষ্টা হবে।

বিহার, উত্তর প্রদেশের দিক থেকে প্রচুর পাখি রেল পথে সড়ক পথে পাচার করা হয়। বিভিন্ন ট্রেন থেকে পাচার হওয়ার পথে প্রচুর পাখি উদ্ধার করা হয়েছে। বর্ধমান ও দুর্গাপুর বনবিভাগের অধীনে ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের অগাস্ট মাস পর্যন্ত ৩৬০০টি পাচার হতে যাওয়া পাখি উদ্ধার করে উড়িয়ে দিয়েছে বন দফতর। এর মধ্যে বহু প্রজাতির টিয়া, পাহাড়ি ময়না, বুলবুলি রয়েছে। দু'টি বাস সহ মোট চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ২৪ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এই সব পাখি এ রাজ্য হয়ে বিদেশে পাচার হয়ে যায় বলে জানা গিয়েছে।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Burdwan, Purba bardhaman