corona virus btn
corona virus btn
Loading

পাচার আটকে উত্তর প্রদেশ থেকে নিয়ে আসা ২০৮টি কচ্ছপকে উদ্ধার করল বন দফতর

পাচার আটকে উত্তর প্রদেশ থেকে নিয়ে আসা ২০৮টি কচ্ছপকে উদ্ধার করল বন দফতর
প্রতীকী চিত্র ৷

বৃহস্পতিবার সকালে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সূত্র মারফত খবর আসে ট্রেনে উত্তর প্রদেশ থেকে কচ্ছপ আনা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ৷

  • Share this:

#শ্রীরামপুর: ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ প্রচেষ্টায় উদ্ধার ২০৮টি কচ্ছপ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২জনকে। ধৃতদের নাম গোলক মণ্ডল ও সুধাংশু ৷

বৃহস্পতিবার সকালে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সূত্র মারফত খবর আসে ট্রেনে উত্তর প্রদেশ থেকে কচ্ছপ আনা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ৷ খবর ছিল, শ্রীরামপুর স্টেশনে পাচারকারীরা নামবে এবং সেখান থেকে অন্য গাড়িতে যাবে। সেইমতো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল আজ সকালে শ্রীরামপুর স্টেশনে পৌঁছে যায় ৷ পাচারচক্রের দু’জনকে হাতেনাতে ধরে ফেলে তাদেরকে ৷ শ্রীরামপুর জিআরপির হাতে তুলে দেয়া হয়েছে তাদের ৷ শ্রীরামপুর জিআরপি অভিযুক্তদের আজ আদালতে তুলবে এবং অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে। এদের পেছনে আরও কারা কারা আছে বা এই পাচার চক্রের সঙ্গে কারা জড়িত সেই সব বিষয়ে তদন্ত করবে শ্রীরামপুর থানা ।

দেখুন আরও ভিডিও-

First published: August 22, 2019, 2:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर