শরদিন্দু ঘোষ, দুর্গাপুর: আর কলকাতার উপর নির্ভর করে থাকতে হবে না, রাঢ়বঙ্গ পেতে চলেছে রিজিওন্যাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। দুর্গাপুরে চালু হচ্ছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ল্যাবরেটরির উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এতদিন অপরাধের তদন্তের প্রয়োজনে কলকাতার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ওপর নির্ভর করতে হতো। দুর্গাপুরে এই ল্যাবরেটরি চালু হলে কলকাতার ওপর চাপ কমবে। দুই বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশে অপরাধের তদন্তে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। রিজিওন্যাল ফরেনসিক ল্যাব কাজ শুরু করলে শুধু পুলিশই উপকৃত হবে না, সিআইডি, সিবিআই-সহ অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও নতুন ল্যাবে নমুনা পরীক্ষা করাতে পারে। এখান থেকে দ্রুত পাওয়া রিপোর্ট অপরাধীর অপরাধ দ্রুত নিশ্চিত করতে কার্যকর ভূমিকা নেবে। সবমিলিয়ে গোটা রাজ্যের অপরাধ দমনে মাইলফলক হতে চলেছে দুর্গাপুরের আঞ্চলিক ল্যাবরেটরি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল ২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বর্ধমানের সভা থেকে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- মদন বাণে অস্বস্তিতে শাসক দল
ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিম বর্ধমান ও কৃষি প্রধান পূর্ব বর্ধমান ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলার অপরাধের কিনারা করার ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়ে উঠবে দুর্গাপুরের এই রিজিওন্যাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। এছাড়াও আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ, কুলটি, জামুড়িয়ার মতো শহর ও পাণ্ডবেশ্বর, বারাবনির মতো গ্রামীণ এলাকা নিয়ে গড়ে ওঠা পশ্চিম বর্ধমানে আইনশৃঙ্খলা সব সরকারের আমলেই মাথাব্যাথার কারণ ছিল। এই এলাকা বরাবরই অপরাধ প্রবণ। কলকাতার রিজিওন্যাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দূরত্বের দিক দিয়েও অনেক বেশি। তার ওপর চাপও অনেক বেশি ছিল।
আরও পড়ুন-‘বিশ্বভারতীর উপাচার্য ক্ষেপেছেন এটাও তো সঠিক...’ মন্তব্য অমর্ত্য সেনের
এর ফলে কলকাতার চাপ যেমন কমবে তেমনি তুলনামূলক কম সময়ে রিপোর্টও মিলবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে দুর্গাপুরের এই রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অপরাধ তদন্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন পুলিশ প্রশাসন ও আইনজীবীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।