কালনাঃ গঙ্গা বিলাসে এসে মন্দির শহর কালনা ঘুরে দেখলেন বিদেশি পর্যটকরা। কালনা শহরের প্রাচীন রাজবাড়ী প্রাঙ্গণ, লালজি মন্দির, ১০৮ শিব মন্দির ঘুরে দেখলেন বিদেশি পর্যটকরা। জানালেন, অসাধারণ অভিজ্ঞতার কথা। মন্দিরগুলির কারুকার্যে, গঠন বৈচিত্র্যে তাঁরা আপ্লুত। অতিথিদের আপ্যায়নে কালনা পুরসভার পুর প্রধান, উপ-পুর প্রধান ও কাউন্সিলররা।
বারাণসী থেকে বিদেশি পর্যটকদের বিলাসবহুল জলযানে করে গঙ্গা বিলাস বুধবার বিকেলে এসে পৌঁছয় কালনার মহিষাসুরমর্দিনী ঘাটের কাছে। গঙ্গা বিলাস জলজানে রয়েছে ৩২ বিদেশি পর্যটক। বৃহস্পতিবার সকালেই পর্যটকরা বেরিয়ে পড়লেন কালনা শহর দেখতে। এই বিদেশি পর্যটকদের কারও বাড়ি সুইজারল্যান্ড, কেউ এসেছেন জার্মানি থেকে, কেউ কেউ আছেন ইংল্যান্ডের।
আরও পড়ুনঃ খেলার মাঠ থাকুক খেলার জন্য, সুস্বাস্থ্য কেন্দ্র হোক অন্যত্র! প্রধান-গ্রামবাসী দ্বন্দ্ব
কালনা পুরসভা বিদেশি অতিথিদের স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। তাঁদের স্বাগত জানাতে তৈরি করা হয়েছিল পাঁচটি বিশেষ তোরন। গতকাল সন্ধে থেকে বিশ্রাম নেওয়ার পর সকাল সকাল বিদেশ থেকে আসা পর্যটকরা বেরিয়ে পড়েন কালনা শহরের ঐতিহ্য পূর্ণ স্থানগুলো ঘুরে দেখতে। কালনা শহরের প্রাচীন রাজবাড়ী, রাজার আমলের ১০৮ শিব মন্দির ,গোপাল বাড়ি দেখে মুগ্ধ তাঁরা।
আরও পড়ুনঃ বাড়ির সামনেই মিনি অযোধ্যা, প্রকৃতির কোলে ছুটি কাটাতে অবশ্যই 'এই' জায়গায় ঘুরে আসুন
কালনার উপ পুর প্রধান তপন পোড়েল বলেন, ভারতের কৃষ্টি সংস্কৃতি মধ্যে উল্লেখযোগ্য হল অতিথিদের আপ্যায়ন। বিদেশ থেকে আসা অতিথিদের যেন কোন আপ্যায়নের ত্রুটি না হয় সেই দিকেই নজর রেখেছে কালনা পুরসভার। পুর প্রধান আনন্দ দত্ত বলেন, পর্যটকরা কালনা শহরের এই প্রাচীন নিদর্শন দেখে মুগ্ধ। সব মিলিয়ে বলা যায় গঙ্গা বিলাসের বিলাস বহুল সফরে বিদেশী পর্যটকদের কালনা শহরে আসায় খুশি কালনা শহরবাসী।
পর্যটকরা মুগ্ধ হয়েছেন শহরের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য দেখে। ব্যবসায়ীরা বলছেন, এইভাবে বিদেশি পর্যটকরা এলে কদর বাড়বে কালনার স্থাপত্য-ভাস্কর্য গুলির। কালনাকে পর্যটন মানচিত্রে তুলে ধরার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। এলাকার হোটেল ও অন্যান্য ব্যবসায়ীরা উপকৃত হবেন। সব মিলিয়ে এলাকার অর্থনৈতিক পরিকাঠামো সমৃদ্ধ হবে।
Saradindu Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kalna