• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • এক বছর দশ মাসের পুত্রসন্তানের পেটে আড়াই বছরের ভ্রূণ ! বর্ধমান মেডিক্যালে চলছে চিকিৎসা

এক বছর দশ মাসের পুত্রসন্তানের পেটে আড়াই বছরের ভ্রূণ ! বর্ধমান মেডিক্যালে চলছে চিকিৎসা

representative image

representative image

 • Share this:

  #বর্ধমান:  এক বছর দশ মাসের শিশুর পেটে মিলল আড়াই বছরের ভ্রূণ। বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্ত্রোপচার হয় শিশুটির। চিকিৎসকদের দাবি, মায়ের পেটে থাকাকালীন একসঙ্গে বেড়ে ওঠা আর একটি ভ্রূণ কোনও ভাবে ওই শিশুর দেহে ঢুকে যায়। চিকিৎসকদের মতে, পাঁচ লক্ষের মধ্যে এক জনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে।

  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২৩ মার্চ ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন বীরভূমের নানুর থানার পাকুড়হাস এলাকার বাসিন্দা বলরাম মাঝি। শিশুটির মা লক্ষ্মী মাঝি জানান, পাঁচ-ছ’মাস ধরে ক্রমশ ছেলের পেট ফুলে উঠছিল। তবে শুরুর দিকে ব্যথা বা অন্য কোনও উপসর্গ ছিল না। পরবর্তী সমবে পেটের একটা অংশ শক্ত হয়ে যায়। ছেলেকে নিয়ে প্রথমে সিয়ান হাসপাতালে যান তাঁরা। সেখান থেকে রেফার হয়ে আসেন বর্ধমানে। শিশুটির নানা পরীক্ষা করে চিকিৎসকেরা দেখেন, পেটের মধ্যে ভ্রূণের মতো মাংসপিন্ড রয়েছে। এর পরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। প্রায় দু’ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। মাংসপিন্ডটি বের করে দেখা যায়, হাত-পা, চুল গজিয়ে গিয়েছে। চিকিৎসকদের দাবি, আরও কিছুদিন দেরি হলে ভ্রূণটি বেড়ে ওই শিশুর পেটের অন্য অঙ্গের ক্ষতি হতে পারত। আপাতত বিপদ কাটলেও বেশ কয়েকদিন চিকিৎসকের অধীনে থাকতে হবে শিশুটিকে।

  First published: