• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • দিঘার সৈকতে উঠল ১৮৫ কেজির উড়ন্ত মাছ, দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা

দিঘার সৈকতে উঠল ১৮৫ কেজির উড়ন্ত মাছ, দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা

এই সেই উড়ুক্কু মাছ ৷ নিজস্ব চিত্র ৷

এই সেই উড়ুক্কু মাছ ৷ নিজস্ব চিত্র ৷

মাছও উড়তে পারে আকাশে। শুনে অবাক হলেও কথাটিও সত্যি। এই মাছকে উড়ুক্কু বা উড়ন্ত মাছ বলে। এতদিন এই মাছ টিভিতেই দেখেছেন অনেকে।

 • Share this:

  #দিঘা: মাছও উড়তে পারে আকাশে। শুনে অবাক হলেও কথাটিও সত্যি। এই মাছকে উড়ুক্কু বা উড়ন্ত মাছ বলে। এতদিন এই মাছ টিভিতেই দেখেছেন অনেকে। দিঘার উপকূলে মঙ্গলবার সচক্ষে এমন মাছ দেখলেন বহু মানুষ। ১৮৫ কেজি ওজনের উড়ুক্কু বা উড়ন্ত মাছ উঠল দিঘা মোহনায় নবকুমার পয়ড়ার আড়তে। বিশালাকার এই মাছের উচ্চতা ১১ ফুট আর গলার কাছে বেড় ৫ ফুট। ওড়িশার ধামরার শঙ্কর গিরি এই মাছটি এদিন দিঘা মোহনায় নিয়ে আসেন।

  আরও পড়ুন: গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচার, কলকাতা বিমানবন্দরে আটক নাইজেরিয় মহিলা

  মূলত শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রের জলের ওপরে উঠে ডানা মেলে উড়তে থাকে এরা। সর্বোচ্চ ২০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে এই মাছ ৷ প্রতি ঘণ্টায় গতি প্রায় ৭০ কিলোমিটার। এরা একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। প্রথমে মাছটি সাগরের পৃষ্ঠে লাফ দিয়ে ওঠে। এরপর চোখের পলকে সাগরের পৃষ্ঠে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নীচে নামার সময় পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের ভেতরে ঢুকে পড়ে। পৃথিবীর গ্রীষ্মমণ্ডল অঞ্চলগুলোর সাগরে উড়ন্ত মাছের দেখা মেলে। বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্রজাতির উড়ন্ত মাছের খোঁজ পাওয়া গিয়েছে।

  First published: