হোম /খবর /দেশ /
ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাতে এসে চোপড়ায় জলবন্দী মানুষেরা করল গোডাউন লুঠ

ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাতে এসে চোপড়ায় জলবন্দী মানুষেরা করল গোডাউন লুঠ

  • Last Updated :
  • Share this:

# চোপড়া: চোপড়া বিডিও অফিসের ত্রাণ দপ্তরের গোডাউনের তালা ভেঙে ত্রিপল এবং মিড ডে মিলের সামগ্রী লুঠ করে নিয়ে পালাল গ্রামবাসীরা।পঞ্চায়েত সমিতির সভাপতি মহঃ  আজহার জানিয়েছেন, ত্রাণ সামগ্রী লুঠ করার বিষয়টি আইসিকে জানানো হয়েছে।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সচিন মক্কার জানিয়েছেন,সরকারি সামগ্রী লুঠের খবর পেয়ে পুলিশ সেখানে পৌছেছে। অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত কয়েকদিনের প্রবল বর্ষণে এলাকার মানুষের দুর্বিসহ সহ অবস্থা। অভিযোগ, গতকাল চোপড়া বিডিও কয়েকজনকে পলিথিন বন্টন করলেও অধিকাংশ দূর্গত মানুষদের সেই ত্রিপল না দেওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।রবিবার সকালে গ্রামবাসিরা ত্রিপল এবং মিড ডে মিলের সামগ্রী লুঠ করে পালিয়ে যায়। চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হানিফ এই ঘটনার জন্য বিডিওকে দায়ী করেছেন।পঞ্চায়েত সমিতি সভাপতি মহঃ আজহার জানান,প্রত্যেক পঞ্চায়েত কে ২৫ টি ত্রিপল, ৫ কুইন্টাল জি আর দেওয়া হয়েছে।প্রয়োজনে আরো দেওয়া হত।

Uttam Paul

Published by:Elina Datta
First published:

Tags: Flood Relief