হোম /খবর /দেশ /
উত্তরাখণ্ডে ধসে নিখোঁজ মহিষাদলের তিন শ্রমিকের পরিবারের পাশে শুভেন্দু অধিকারী

উত্তরাখণ্ডে ধসে নিখোঁজ মহিষাদলের তিন শ্রমিকের পরিবারের পাশে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্ব

উত্তরাখণ্ড ধস

উত্তরাখণ্ড ধস

প্রসঙ্গত, উত্তরাখণ্ডে পাহাড়ের মাথায় ভয়াবহ তুষারধসে মারাত্মক হড়কা বানে নিখোঁজ হয়েছে একই পরিবারের দুজন ভাই সহ মহিষাদলের তিন যুবক।

  • Last Updated :
  • Share this:

#দেহরাদুন: উত্তরাখণ্ড তুষারধসে নিখোঁজ মহিষাদলের তিন শ্রমিকের পরিবার। তাদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্ব। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তাদের পরিবারের সদস্যদের বিমানে উত্তরাখণ্ড যাওয়ার ব্যবস্থা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভিন রাজ্যে যাওয়ার জন্য বিমানের টিকিট সহ যাওয়ার সবরকম ব্যবস্থা করে দেন শুভেন্দু অধিকারী। বিপদে পড়া তিনজনের দুই পরিবারের সদস্যদের উত্তরাখণ্ডে যাওয়ার জন্য টিকিট এবং যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিমানের টিকিট হাতে পেয়ে কলকাতা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। দুপুর পৌনে দুটো নাগাদ বিমানে কলকাতা থেকে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা রয়েছে পরিবারের সদস্যদের। জানা গিয়েছে, দেরদুন এয়ারপোর্টে নেমে সেখানেও মহিষাদলের এই দুই পরিবারকে সাহায্য করার ব্যাপারে ব্যবস্থা করেছে বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডে পাহাড়ের মাথায় ভয়াবহ তুষারধসে মারাত্মক হড়কা বানে নিখোঁজ হয়েছে একই পরিবারের দুজন ভাই সহ মহিষাদলের তিন যুবক। জানা গিয়েছে, ঘটনার সময় ঋষিগঙ্গা পাওয়ার প্রোজেক্টে কর্মরত পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার ৩ যুবকও নিখোঁজ হয়ে যান। যাদের খোঁজ এখনও পাওয়া যায়নি৷

মহিষাদল থানার লক্ষ্যা গ্রামের বাসিন্দা লালু জানা (৩০) ও তাঁর ভাই বুলু জানা (২৯) এবং চকদ্বারিবেড়িয়া গ্রামের বাসিন্দা সুদীপ গুড়িয়া (২৭)। জানা গিয়েছে, রবিবার যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় এই ৩ জন পাওয়ার প্রোজেক্টের ভিতর কাজ করছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তাঁরা। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি৷ কী অবস্থায় রয়েছেন তাঁরা, তা নি অত্যন্ত দুশ্চিন্তায় পরিবার৷

Sujit Bhowmik

Published by:Pooja Basu
First published:

Tags: Uttarakhand