Home /News /south-bengal /
Diamond Harbour Accident: বরযাত্রী বোঝাই অটোয় বাসের ধাক্কা, ডায়মন্ড হারবারে তিন শিশু সহ মৃত ৫

Diamond Harbour Accident: বরযাত্রী বোঝাই অটোয় বাসের ধাক্কা, ডায়মন্ড হারবারে তিন শিশু সহ মৃত ৫

দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় অটোটি৷

দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় অটোটি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার ফলতার দোস্তিপুর থেকে অটোতে করে ডায়মন্ড হারবারের বঙ্গনগরে বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন বেশ কয়েকজন (Diamond Harbour Accident)৷

 • Share this:

  #ডায়মন্ড হারবার: দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবারের ফতেহপুরে মর্মান্তিক দুর্ঘটনা৷ বরযাত্রী বোঝাই অটোর সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল পাঁচ জনের৷ মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে৷ এ ছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন৷ তাঁদের মধ্যে ৬ জন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷

  পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার ফলতার দোস্তিপুর থেকে অটোতে করে ডায়মন্ড হারবারের বঙ্গনগরে বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন বেশ কয়েকজন৷ রাত দশটা নাগাদ ডায়মন্ড হারবারের ফতেহপুরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে রায়চকগামী বাসটির সঙ্গে বরযাত্রী বোঝাই অটোতির মুখোমুখি সংঘর্ষ হয়৷ বাসের ধাক্কায় কার্যত দুমড়ে মুচড়ে যায় অটোটি৷

  দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই অটোচালক সুখেন্দু কয়াল (৬০) সহ পাঁচ জনের মৃত্যু হয়৷ বাকি মৃতরা হলেন কৃষ্ণা মণ্ডল (৫০), আকাশ মণ্ডল (১২), রোহন মণ্ডল (১৪) এবং প্রিয়া শিকদার (১০)৷ দুর্ঘটনার পর স্থানীয়বাসিন্দারাই দুমড়ে মুচড়ে যাওয়া অটো থেকে যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ৷ আহতদের উদ্ধার করে দ্রুত ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ আহতদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তারিত করা হয়েছে৷

  দুর্ঘটনার পর ঘাতক বাসটি অবশ্য পালিয়ে যায়৷ বাসটিকে চিহ্নিত করে চালককে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ৷  মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য প্রশাসন৷

  Anisuddin Mollah

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Accident, Diamond Harbour, South 24 Parganas

  পরবর্তী খবর