Home /News /south-bengal /
উত্তরাখণ্ড বিপর্যয়ে নিখোঁজ বাংলার পাঁচ শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

উত্তরাখণ্ড বিপর্যয়ে নিখোঁজ বাংলার পাঁচ শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

দিব্যেন্দু অধিকারী৷

দিব্যেন্দু অধিকারী৷

রবিবার উত্তরাখণ্ডের চামৌলিতে হিমবাহ ফেটে নিখোঁজ বহু শ্রমিক৷ তাঁদের মধ্যে রয়েছেন এ রাজ্যের পাঁচ বাসিন্দাও৷

  • Share this:

#মহিষাদল: উত্তরাখণ্ডের বিপর্যয়ে নিখোঁজ বাংলার পাঁচ যুবক৷ নিখোঁজদের মধ্যে তিন জন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা৷ বাকি দু' জন পুরুলিয়ার বাসিন্দা৷ এঁরা প্রত্যেকেই উত্তরাখণ্ডের তপোবনে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন৷

মহিষাদলের যে তিন যুবক নিখোঁজ, তাঁদের নাম সুদীপ গুড়িয়া, লালু জানা এবং বুলা জানা৷ সুদীপ গুড়িয়া চক দারিবেড়িয়ার বাসিন্দা৷ গত শনিবার শেষবার পরিবারের সঙ্গে কথা হয় সুদীপের৷ অন্যদিকে মহিষাদলের লক্ষ্যা গ্রামের বাসিন্দা দুই ভাই লালু এবং বুলা জানাও রবিবারের বিপর্যয়ের পর থেকে নিখোঁজ৷ রবিবারই দুর্ঘটনার আগে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তাঁরা৷ উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে বিপর্যয়ের পর থেকে এঁদের কারও সঙ্গেই যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা৷ দুশ্চিন্তায় দুই পরিবারেই কান্নার রোল উঠেছে৷

এ দিন খবর পেয়ে নিখোঁজ শ্রমিকদের দুই পরিবারের সঙ্গে দেখা করতে যান তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া ছাড়াও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গেও কথা ফোনে কথা বলেন তিনি৷ প্রয়োজনে রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমেও উত্তরাখণ্ড সরকারের সঙ্গে কথা বলে নিখোঁজ শ্রমিকদের দ্রুত খুঁজে বের করার বিষয়ে তিনি অনুরোধ করবেন বলে জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী৷ তিনি বলেন, 'আমি নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি৷ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে৷'

এর পাশাপাশি পুরুলিয়ার আরষার দুই বাসিন্দাও উত্তরাখণ্ডের ঘটনায় নিখোঁজ বলে খবর৷ নিখোঁজ দু' জনের নাম শুভঙ্কর তন্তুবায় এবং অশ্বিনী তন্তুবায়৷ এঁরাও শ্রমিকের কাজ করতেই উত্তরাখণ্ডে গিয়েছিলেন৷ অভিশপ্ত ওই জলবিদ্যুৎ কেন্দ্রেই কাজ করছিলেন তাঁরা৷ রবিবারের দুর্ঘটনার পর থেকে তাঁদের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা৷

Sujit Bhowmik
Published by:Debamoy Ghosh
First published:

Tags: Dibyendu Adhikari

পরবর্তী খবর