#উত্তর ২৪ পরগনা: পুকুরে স্নান করতে নেমে বিপত্তি৷ কালিদাস তাপস রাহা নামে এক ব্যক্তির কানে ঢুকে গেল একটি জ্যান্ত মাছ৷ বাড়ি ফিরে আসার পর শুরু হয় কানে অসহ্য যন্ত্রণা৷ তড়িঘড়ি ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। কালিদাসবাবু ডাক্তারকে জানান তাঁর কানের ভিতরে কিছু একটা ঢুকেছে৷ এরপর কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান, কানের ভিতরে রয়েছে জ্যান্ত একটা মাছ৷ সময় নষ্ট না করে চিকিৎসকরা শুরু করেন চিকিৎসা। কিছুক্ষণ পর ওই রোগীর কান থেকে মাছটিকে বের করে আনা হয়৷ যন্ত্রণা থেকে মুক্তি পান রোগী৷
হাবড়া নগরউখড়া মোড় এলাকার বাসিন্দা কালিদাস তাপস রাহা৷ বুধবার বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে নামেন প্রতিদিনের মতো। স্নান করতে নেমেই ঘটে বিপত্তি। কানের মধ্যে কিছু একটা ঢুকেছে অনুভব করেন ওই তিনি। বাড়ি ফিরে কান থেকে নানা ভাবে সেটিকে বের করার চেষ্টা করেন।
হাজার চেষ্টাতেও ফল না হওয়ায় পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন। হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাসের তত্ত্বাবধানে, জরুরি বিভাগের কর্মীরা ওই ব্যক্তির কান থেকে একটি মৌরলা মাছ বার করেন। হাসপাতাল কর্মী এবং হাসপাতাল সুপারের এই কাজে ধন্যবাদ জানিয়েছেন কালিদাসবাবু৷
আরও পড়ুন: ২০-২২টা কুকুরের সঙ্গে ছেলেকে ঘরে আটকে রাখে বাবা-মা! পুণেতে মারাত্মক কাণ্ড
হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস জানান, "আমার কর্মজীবনে এই ধরনের ঘটনা আগে কখনও দেখিনি। কানের ভেতরের অংশ অক্ষত রেখেই মাছটি বের করতে পেরেছি আমরা৷ রোগী সুস্থ থাকায় হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয় তাকে।" ঘটনা জানাজানি হতেই কালিদাসের বাড়িতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Habra