• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • রাস্তার ধারে বালির স্তূপে হাত দিতেই মিলল রুই মাছ, এক-একটা মাছের ওজন ৪০০-৫০০ গ্রাম

রাস্তার ধারে বালির স্তূপে হাত দিতেই মিলল রুই মাছ, এক-একটা মাছের ওজন ৪০০-৫০০ গ্রাম

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

রাস্তার ধারে বেওয়ারিশ বালির স্তূপ। হাত দিয়ে বালি সরাতেই বেরিয়ে আসছে একটার পর একটা আস্ত রুই! সোমবার ভোরের ঘটনায় হতবাক ঘাটালের রথীপুরগ্রামের বাসিন্দারা।

 • Share this:

  #ঘাটাল: রাস্তার ধারে বেওয়ারিশ বালির স্তূপ। হাত দিয়ে বালি সরাতেই বেরিয়ে আসছে একটার পর একটা আস্ত রুই! সোমবার ভোরের ঘটনায় হতবাক ঘাটালের রথীপুরগ্রামের বাসিন্দারা।

  আরও পড়ুন: রাজারহাটে ১০০ একরে নতুন তথ্য প্রযুক্তি হাব ‘সিলিকন ভ্যালি’

  পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রথীপুর গ্রাম । রোজের কাজে বেরিয়েছিলেন এলাকারই এক বাসিন্দা। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় আটকে গেল চোখ। রাস্তার পাশেই পড়ে রয়েছে বালির স্তূপ। আর সেই বালির স্তূপেরই এক জায়গায় উঁকি মারছে রুই মাছের লেজ! হাত দিয়ে বালি সরাতেই কেল্লা ফতে। বেরিয়ে এলে আস্ত রুই!

  আরও পড়ুন: অমিত শাহকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক

  খবর চাউর হতে সময় লাগেনি। নিমেষে ঘটনাস্থলে ভিড় জমান উৎসাহীরা। বালি খুঁড়ে চলতে থাকে গুপ্তধন, থুড়ি মৎস্য উদ্ধার। এক-একটার ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম। কে, কী কারণে ওই বালি রাস্তার ধারে ফেলে রেখেছিল। কীভাবে এবং কেনই বা এত মাছ বালির ভিতর ঢোকানো হল, সে উত্তর মেলেনি।

  আরও পড়ুন: ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, তাহলে মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

  First published: