#বীরভূম: বীরভূম জেলা পরিষদের আওতায় থাকা সমস্ত পুকুরে মাছ চাষের পরিকল্পনা রাজ্য মৎস্য দফতরের। তারই প্রেক্ষিতে বীরভূম জেলা পরিষদের নিজস্ব পুকুরে ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ করবে রাজ্য মৎস্য দফতর।জেলা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় রাজ্য মৎস্য উন্নয়ন পর্ষদ বা এমএফডিসি দফতর।
৭ টি দীঘি চিহ্নিত করা হয়েছে যেখানে মাছ চাষ করতে চাইছে পর্ষদ ।বৈঠকে ছিলেন জেলার বিধায়ক তথা মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ,মৎস্য দফতরের মুখ্য সচিব অর্ণব রায়, জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পরিষদের সভাধিপতি নন্দেশ্বর মন্ডল, অভিজিৎ রানা সিংহ-সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, '' মাছের যোগান ঠিক রাখতে সরকারি পুকুরে ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ করা হবে ।'' তিনি আরও জানান, '' বীরভূম জেলা পরিষদের বেশ কিছু দিঘী, জলাশয় , পুকুর থাকলেও সেখান থেকে তেমন কোনও আয় হয় না কারণ সেগুলো দখলে নেই।'' অভিজিৎ সিংহ জানান, '' রাজ্য মৎস্য উন্নয়ন পরিষদের উদ্যোগকে স্বাগত জানালেও জেলা পরিষদের নিজস্ব তহবিলকে বাড়ানোর বিষয়ে সচেষ্ট হয়েছি। সরকার মাছ চাষ করলেও পরিষদের সঙ্গে চুক্তি করে তা মিটিয়ে দিতে হবে।''
সাতটি দীঘিকে চিহ্নিত করা হয়েছে। ঝিকড, বল্লভপুর ,সেনের বাঁধ ,বিলকান্দি ,পাথরের বিল-এ মাছ চাষের উদ্যোগে নেওয়া হয়েছে। সেনের বাঁধ, বল্লভপুর ,পাথরের বিল-এ মৎস্য দফতরের সঙ্গে মাছ চাষের চুক্তি ছিল ,বাকিদের সঙ্গে নতুন করে চুক্তি হবে। জেলা পরিষদের সভাপতি নন্দেশ্বর মন্ডল বলেন, ''যাঁদের সঙ্গে চুক্তি আছে সে চুক্তি শেষ হলেই মৎস্য পর্ষদের সঙ্গে চুক্তি হবে। তবে পরিষদের আয় যাতে না কমে সেদিকে নজর রাখতে হবে।''
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum