#খড়গপুর: তৃণমূল কার্যালয়ের ভিতরে ঢুকে এলোপাথারি গুলি চালাল এক দল দুষ্কৃতি ৷ অজানা আততায়ীর এলোপাথারি গুলিতে মারাত্মক আহত হয়েছেন তৃণমূল নেতা সহ চার তৃণমূল কর্মী ৷ ঘটনাটি ঘটেছে খড়গপুরে ৷
দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হলেন খড়গপুরের তৃণমূল নেতা শ্রীনি নাইডু। বুধবার দুপুর তিনটে নাগাদ এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে বসে ছিলেন শ্রীনি নাইডু। একদল দুষ্কৃতি বাইকে করে এসে নামে তৃণমূল কার্যালয়ের সামনে ৷ কোনও বাধা ছাড়াই অফিসে ঢুকে আচমকা কয়েকজন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে শ্রীনিকে। গুলিবিদ্ধ হন কালা শ্রীনি, গোবিন্দা, ধর্মা নামে আরও কয়েকজন।
প্রথমে তাদেরকে খড়গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের প্রত্যেককেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুলি লেগেছে শ্রীনি নাইডুর। তার অবস্থা আশঙ্কাজনক।
অপারেশন চালিয়ে মুহূর্তের মধ্যে বাইকে চেপে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা ৷ অজানা আততায়ীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সরেজমিন তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছেন SDPO ও অতিরিক্ত পুলিশ সুপার ৷