#বাসন্তী: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী ৷ স্থানীয় মেলাকে ঘিরে সংঘর্ষ ৷ চলল এলোপাথাড়ি গুলি ৷ গুলিবৃষ্টির মাঝে পড়ে নিহত ১০ বছরের এক বালক ৷ সংঘর্ষ থামাতে এসে গুলিবিদ্ধ বেশ কিছু পুলিশকর্মী ৷
এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাসন্তীর হেতালখালি এলাকা। গুলিতে নিহত ১০ বছরের রিয়াজুল মোল্লা । গুলিবিদ্ধ এক পুলিশ কন্সস্টেবল সহ ছ’জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা।
বৃহস্পতিবার দুপুরেই ঘটনার সূত্রপাত। বাসন্তীর হেতালখালি গ্রামে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। এরপরই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। সেই সময় ওই এলাকা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল দশ বছরের রিয়াজুল মোল্লা। দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্লাস ফোরের ওই শিশুর। গুলি লাগে কনস্টেবল প্রাণেশ্বর সিং সহ বেশ কয়েকজনের।
গুলিবিদ্ধ কনস্টেবলসহ চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 10 years old boy died, Bullet wound, Firing