#কলকাতা: আদালতের নির্দেশিকাকে অবমাননা করেই দেদারে ফাটছে বাজি। কিন্তু সেই বাজিকে ঘিরেই যে মানুষ এমন ঘৃন্য কাজ করতে পারেন, তা আন্দাজেরও বাইরে। এক নিরীহ পশুর পায়ে বাজি বেধে তা ফাটিয়ে পৈশাচিক আনন্দে মেতে উঠল কয়েকজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের খরিদা এলাকায়। গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। কিন্তু কারা এমন করেছে, তা এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কেউ বা কারা একটি পথকুকুরের পায়ে শব্দবাজি বেধে ফাটিয়ে দেয় আর তাতেই একটি পা উড়ে যায় ওই কুকুরটির। ক্ষতবিক্ষত হয় গোটা শরীর। ঘটনার কথা জানতে পেরেই এরপর পশুপ্রেমীরা এসে ওই কুকুরটির চিকিৎসা চালাচ্ছে। কিন্তু কে এই ঘটনা ঘটিয়েছে তা নিয়েই প্রশ্ন।
আরও পড়ুন: এ কী অবস্থা দিল্লির! আলোর উৎসবেই অন্ধকারে মুখ ঢাকল রাজধানী
আরও পড়ুন: 'ওঁর মতো মানুষ হয় না', সুব্রতর প্রয়াণে কেঁদে উঠছে ফুটপাতবাসী জরিনাও
আরও পড়ুন: ফিরে এল 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস' স্মৃতি, বন্ধুর কপাল ছুঁয়ে চোখের জল ফেললেন মুনমুনবাজি ফাটাতে গিয়ে এইভাবে কুকুরের উপরে হামলা নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পশুপ্রেমীদের দাবি, যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে খড়গপুর টাউন থানার পুলিশ তাঁদের খুঁজে অবিলম্বে গ্রেপ্তার করুক। শহরের বেশ কয়েকজন পশুপ্রেমী আপাতত ওই কুকুরের দায়িত্ব নিয়েছে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে শব্দবাজি তো বটেই, পরিবেশবান্ধব বাজি ফাটানোর কথা এবার। কিন্তু সেই নির্দেশও মানছেন না অনেকেই। কিন্তু তা বলে যে এমন ঘটনার সাক্ষী থাকতে পারে বাংলা, তা বোধহয় আন্দাজ করা যায়নি। প্রসঙ্গত, কেরলে আনারসের মধ্যে বোমা ঢুকিয়ে হাতির মুখে বিস্ফোরণের ঘটনা এখনও পর্যন্ত ভুলে যায়নি দেশবাসী। খানিক সেই ঘটনারই পুনরাবৃত্তি বাংলায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kharagpur, Street Dogs