#কলকাতা:
মঙ্গলবার ভোরে রাজভবনে আগুন লাগায় আতঙ্ক ছড়ায়। তবে রাজ্যপাল জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী নিরাপদেই রয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে দমকল বাহিনী মনে করছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। জানা গিয়েছে, রাজভবনের তিনতলার করিডরে আগুন লাগে। ভোরবেলা রাজভবনের পিছন দিকে কালো ধোঁয়া দেখতে পান নিরাপত্তারক্ষীরা। হাই সিকিওরিটি জোন হওয়ায় রাজভবনে দমকলের একটি ইঞ্জিন সবসময় থাকে। প্রথমে সেই ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। তবে তুলো, বালিশে আগুন লাগায় তা দ্রুত ছড়াতে থাকে। যার জেরে দমকলের আরও ছটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয়। রাজভবন সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে।রাজভবনের বৈদ্যুতিক তার ও বিদ্যুত্ সরবরাহ পরীক্ষা করে দেখবে দমকল বাহিনী। প্রাথমিক পর্যবেক্ষণে দমকল কর্মীরা শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করছেন। রাজভবনের তিন তলার করিডরে বালিশ, তোষক ছিল। তুলোয় আগুন লাগায় তা দ্রুত ছড়াতে শুরু করে। কালো ধোঁয়ার কুণ্ডলি দেখায় আতঙ্ক ছড়ায় বেশি। ভোরবেলার আগুনে রাজভবন চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। তবে দমকলের ছটি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। যার জেরে ক্ষয়ক্ষতি বেশি হয়নি। এমনকী কারও আহত হওয়ারও কোনও খবর নেই। নিরাপদে ও অক্ষত রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী। দমকলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজভবনের মতো হাইসিকিউরিটি জোনে কী করে এমন অগ্নিকাণ্ড হল তা খতিয়ে দেখা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।