#বহরমপুর: বহরমপুর শহরের রানিবাগান এলাকার একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা যায়, ওই বহুতলের দোতলায় একটি সংস্থার গুদামঘরে আগুন লাগে। প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের তৎপরতায় বহুতল থেকে সমস্ত বাসিন্দাদের নামিয়ে আনা হয়। আগুন বাগে আনতে দমকল কর্স্থামীদের সঙ্গে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাও। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে । ক্ষতিগ্রস্ত ওই বহুতলের আশপাশের বহুতল থেকেও বাসিন্দাদের নীচে নামিয়ে আনা হয়। তৃণমূল নেতা সৌমিক হোসেন বলেন, '' দমকল কর্মীরা তৎপরতা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।''
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bahrampur fire