Home /News /south-bengal /
ভস্মীভূত গোরাবাজার থেকে এখনও বেরোচ্ছে ধোঁয়া, কুলিং প্রসেস চালাচ্ছেন দমকলকর্মীরা

ভস্মীভূত গোরাবাজার থেকে এখনও বেরোচ্ছে ধোঁয়া, কুলিং প্রসেস চালাচ্ছেন দমকলকর্মীরা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দমদমের গোরাবাজার। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বাজার।

 • Share this:

  #কলকাতা: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দমদমের গোরাবাজার। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বাজার। ভস্মীভূত বাজার থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে । বেশ কয়েকটি ফায়ার পকেট রয়ে গিয়েছে। কুলিং প্রসেস চালাচ্ছেন দমকলকর্মীরা। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। আজ ঘটনাস্থলে যেতে পারে ফরেনসিক দল। আগুনে সর্বস্ব খুইয়ে আতান্তরে পড়েছেন ব্যবসায়ীরা। ভবিষ্যতের চিন্তায় ঘুম উড়েছে। ভয়াবহ আগুনের জেরে হুঁশ ফিরেছে প্রশাসনেরও। আজ থানা, পুরসভা, বাজার কমিটিকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বাজারের সুরক্ষা, পুনর্গঠন, ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বিষয়ে আলোচনা হবে। বৈঠকে থাকবেন স্থানীয় বিধায়ক ব্রাত্য বসু।

  রবিবার মধ্যরাতের ভয়াবহ আগুনে পুড়ে ছাই দমদম গোরাবাজার মার্কেটের প্রায় ২০০টি দোকান ৷ এর পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে দু’জন ব্যবসায়ীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷ মৃত দুই ব্যক্তির নাম সুনীল এবং ভিকি সিং বলে জানিয়েছে পুলিশ ৷ আগুন লাগার পর দ্রুত বাজার থেকে বেরোতে পারেননি সুনীল এবং ভিকি ৷ গায়ে আগুন লেগেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির ৷

  First published:

  Tags: Cooling Process, Fire Brigade, Gorabazaar

  পরবর্তী খবর