• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ঘুসুড়িতে তুলোর গুদামে ভয়াবহ আগুন

ঘুসুড়িতে তুলোর গুদামে ভয়াবহ আগুন

ফাইল চিত্র

ফাইল চিত্র

 • Share this:

  #হাওড়া: হাওড়ার ঘুসুড়িতে তুলোর গুদামে বিধ্বংসী আগুন ৷ রবিবার সকাল ছটা নাগাদ সেখানে হঠাত্‍ই আগুন লেগে যায়৷ ধোঁযার কুন্ডলী দেখে স্থানীয়রাই দমকলে খবর দেন এবং আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন ৷ শুকনো হাওয়ার কারণে আগুন দ্রুতই পাশের কাপড়ের গুদামেও ছড়িয়ে যায় ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ৷

  খবর পেয়ে দমকলে ছয়টি ইজ্ঞিন ঘটনাস্থলে পৌঁছায় ৷ এখনও চলছে আগুন নেভানোর কাজ ৷ হাওড়ার জেএন মুখার্জি রোডের ওই গুদামটি পরিত্যক্ত ৷ তার পাশের গুদামে কাপড় মজুত রাখা হত বলে জানা গিয়েছে ৷ ঘটনার সময় কোনও গুদামের কর্মী ঘটনাস্থলে না থাকায় হতাহতের আশঙ্কা এড়ানো গিয়েছে ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আজানা ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল কর্মীরা ৷

  First published: