#ক্যানিং: বড়দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ আগুনে ভস্মীভূত ক্যানিং বাজারের অন্তত ২০ টা দোকান ৷ শনিবার রাত দু’টো নাগাদ আগুন লাগে বাজারে ৷ দমকল আসার আগে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে নেমে পড়েন স্থানীয়রাই ৷ পরে দমকল ঘটনাস্থলে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান ৷
অন্যদিকে আসানসোল বাজারের গোডাউনেও এদিন আগুন লাগার ঘটনা ঘটে ৷ আগুন লাগে ইলেকট্রিক সরঞ্জামের গোডাউনে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ রাতে পুলিশের টহলদারি গাড়ির প্রথমে নজরে আসে আগুন ৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে অনুমান বাজারের ব্যবসায়ীদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Canning Market, Christmas, Fire Brigade, Fire Incident