#কলকাতা: মহেশতলার পালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি স্যানিটাইজার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড৷ কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন৷ কারখানার ভিতরে রাসায়নিক বোঝাই ড্রামে পর পর বিস্ফোরণ ঘটে বলে খবর৷ আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে দমকল কর্মীরা কোনওভাবেই কারখানার ভিতরে প্রবেশ করতে পারছেন না৷ পাশের একটি নারকেল তেল তৈরি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে৷ আগুনের উৎসের কাছাকাছি পৌঁছতে রোবট পাম্পিং মেশিনের সাহায্য নেন দমকল কর্মীরা৷ দমকল মন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে পৌঁছন৷
সকাল এগারোটা নাগাদ প্রথমে বিস্ফোরণ হয় ওই কারখানার ভিতরে৷ এর পরেই দ্রুত ছড়াতে থাকে আগুন৷ রোবট নামানোর পর বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে দমকল৷ প্রথমে স্যানিটাইজার কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ তার পরে পাশের নারকেল তেলের কারখানার আগুনও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল৷
তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই খবর৷ স্যানিটাইজার কারখানার একজন কর্মী সামান্য আহত হন৷ বাকি কর্মীরা নিরাপদেই বেরিয়ে আসেন৷ কারখানায় যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না এবং বিধি মেনে কাজ হচ্ছিল কি না তা তদন্ত করে দেখবে দমকল৷
Samir Mondal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire