#টিটাগড়: সামান্য বচসার জেরে টিটাগড়ে খুন। গুলিতে এফোঁড় ওফোঁড় কলেজ ছাত্র। এই ভয়ানক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। কী হয়েছিল? অভিযোগ, বাড়ির সামনে বাইক রাখা নিয়ে গোলমাল শুরু হয়। স্থানীয় ৩ যুবকের সঙ্গে বচসা বাঁধে। বচসায় জড়িয়ে পড়ে কলেজ ছাত্র তৌফিক আলি। কিন্তু বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে। তারপরেই ঘটে যায় মর্মান্তিক একটি ঘটনা।
তৌফিকের সঙ্গে যাদের ঝামেলা শুরু হয়েছিল, তারা পরপর পাঁচটি গুলি করে। চারটি গুলি তৌফিকের বুকে লাগে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তৌফিক। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে পালিয়ে যায় সমস্ত দুষ্কৃতীরাই। অভিযোগ এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তিনজন। স্থানীয় যুবক ছোট্টু ও তার দলবল পুরনো কোনও শত্রুতা থেকেই এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।